TRENDING:

বন্ধুর সঙ্গে সুবর্ণরেখা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল ১৫ বছরের ছেলে! দেহ মিলল সকালে

Last Updated:

গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদীর জগন্নাথ ঘাটে দুই বন্ধুর সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ১৫ বছরের এক কিশোর। স্থানীয়রা দুই বন্ধুকে উদ্ধার করলেও উদ্ধার করা সম্ভব হয়নি শুভ্রজিৎকে। মঙ্গলবার সকালে উদ্ধার হয় তার দেহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে যাওয়াই কাল হয়েছিল কিশোরের, পরের দিন সকালে মিলল দেহ। গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদীর জগন্নাথ ঘাটে দুই বন্ধুর সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ১৫ বছরের এক কিশোর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই কিশোরের নাম শুভজিৎ খামরী, বয়স ১৫ বছর, বাড়ি গোপীবল্লভপুরের কুড়িচামঠ গ্রামে। শুভজিৎ আলমপুর ৬ নম্বর অঞ্চলের বাকড়া শ্যামা স্মৃতি বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্র। পরের নদী থেকে উদ্ধার হল তলিয়ে যাওয়া কিশোরের দেহ। ঘটনার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্ৰাম জুড়ে।
সুবর্ণরেখাতে উদ্ধার কার্যের ছবি
সুবর্ণরেখাতে উদ্ধার কার্যের ছবি
advertisement

জানা গিয়েছে, প্রত্যক্ষদর্শীরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও শুভজিৎকে উদ্ধার করতে পারেননি। নদীর গভীর জলে তলিয়ে যায় সে। স্থানীয়রা ঘটনার পর উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ওই কিশোরের সন্ধানে কংসাবতী নদীতে স্পিডবোট নামিয়ে ও ডুবুরি দিয়ে সন্ধান চালানো হয়।

ভাল করে ইংরেজি বলতে পারেন না? এই টিপসগুলো মানলেই ঘরে বসে তুখোড় ‘ইংলিশ’ বলবেন এবং লিখবেন!

advertisement

সাপের চেয়ে বেজির বিষ কী বেশি? ছোবল খেয়েও সাপকে কী ভাবে বার বার হারিয়ে দেয়? ‘সাপে নেউলে’ শত্রুতার পিছনে কোন বিজ্ঞান?

স্থানীয় বাসিন্দা বালিকা খামরি জানান সোমবার বন্ধুদের সঙ্গে সুবর্ণরেখা নদীতে স্নান করতে নামে শুভজিৎ তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সোমবার সকাল থেকে ঘটনাস্থল থেকে সুবর্ণরেখা নদী তীরবর্তী একাধিক জায়গায় দুটি স্পিডবোটের মাধ্যমে নিখোঁজ কিশোরের সন্ধানে তল্লাশি চালানহয়। সন্দেহজনকজায়গাগুলিতে নামানো হয় ডুবুরি।

advertisement

স্থানীয়দের অভিযোগ, অনিয়ন্ত্রিত বালি তোলার ফলে নদীর স্রোতে অগভীর গর্ত হওয়ার কারণে এরকম বিপর্যয় হতে পারে।সোমবার দিনভর ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম ঘটনাস্থলে খোঁজ চালানশুরু করলেও উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে গোপীবল্লভপুর এক নম্বর ব্লক প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম পরের দিন সকালে জলে তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা রাজীব খামারী বলেন ‘ গতকাল তিনজন নদীতে স্নান করতে নেমেছিল দুজনকে উদ্ধার করা গিয়েছিল আজ একজনকে উদ্ধার করা হল।’ পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই শোকের ছায়া ওই কিশোরের পরিবারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রেল বোর্ডের চেয়ারম্যানের পরিদর্শনের পরেই কাজে গতি! মিনি এয়ারপোর্ট-এর অপেক্ষায় মালদহ স্টেশন
আরও দেখুন

তন্ময় নন্দী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বন্ধুর সঙ্গে সুবর্ণরেখা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল ১৫ বছরের ছেলে! দেহ মিলল সকালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল