বিধাননগর এলাকায় এক নাবালিকার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। শুক্রবার সকালে শালবাড়ি সংলগ্ন পায়জাম পাড়ার একটি পাটক্ষেত থেকে উদ্ধার হয় ১৬ বছরের এক কিশোরীর নিথর দেহ। গলায় ছিল ওড়না পেঁচানো। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই নিখোঁজ ছিল কিশোরী। আত্মীয়-প্রতিবেশীরা সারা রাত খোঁজাখুঁজি করেও তাঁর কোনও খোঁজ পাননি। শুক্রবার সকালে বাড়ির খুব কাছেই পাটক্ষেতে তাঁর দেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষজন। সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেটেলি থানার পুলিশ।
advertisement
দেহ উদ্ধারের পর পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। যদিও এখনও পুলিশ নিশ্চিতভাবে কিছু জানায়নি, তবে স্থানীয় বাসিন্দারা এটিকে খুনের ঘটনা বলেই মনে করছেন। ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও আতঙ্ক। দ্রুত দোষীর গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।