নাবালিকাকে অপহরণে জড়িত থাকার অভিযোগে এক যুবককে তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ। ধৃতের নাম কাশীনাথ মাঝি। গলসি থানারই মসজিদপুরে তার বাড়ি। সে কোয়েম্বাতুরে কাজ করতো। ওই নাবালিকাকে অপহরণ করে সেখানে সে ভাড়া বাড়িতে রেখেছিল বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: বাড়ির ভিতরে প্রবল চিৎকার, ঢুকেই দেখা গেল জ্বলেপুড়ে যাচ্ছেন চার জন!চন্দননগরে ভয়ঙ্কর কাণ্ড
advertisement
কোয়েম্বাতুর থানার থুডিয়ালুরে ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় কাশীনাথকে। সেখান থেকেই উদ্ধার হয় অপহৃতা নাবালিকাকে। ধৃতকে কোয়েম্বাটুর আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে এ রাজ্যে আনতে ধৃতের ট্রানজিট রিমান্ডের আবেদন জানান তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেন কোয়েম্বাটুর আদালতের বিচারক।
আরও পড়ুন:
ধৃতকে ৮ এপ্রিলের মধ্যে বর্ধমানের সিজেএম আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়। ধৃতের সঙ্গেই নাবালিকাকেও আনা হয়। দু’জনকেই মঙ্গলবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ম্যাজিস্ট্রেটের কাছে নাবালিকার গোপন জবানবন্দি নথিভুক্ত করায় পুলিশ। জানা গিয়েছে,ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে গলসি থানায় অপহরণের অভিযোগ করা হয়। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলে ও অন্যান্য সূত্র মারফত কাশীনাথের কথা জানতে পারে তারা। কাশীনাথ কোয়েম্বাটুরে রয়েছে জানতে পারে পুলিশ। এরপর গলসি থানার পুলিশ সেখানে রওনা দেয়। ভাড়া বাড়ি থেকেই তাকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। সেখান থেকেই ওই নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়।