তবে উদ্বোধনের এক মাসও হয়নি। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৈরি রানীবাঁধ বাজারে ‘ওয়াটার এটিএম’ থেকে পানীয় জল মিলছে না, এমনটাই অভিযোগ স্থানীয়দের। ঠান্ডা জল খেতে পারছিলেন বাঁকুড়ার জঙ্গলমহলের কিছু মানুষ। হঠাৎ করে ধরা হচ্ছে যান্ত্রিক গোলযোগ। জঙ্গলমহলের একমাত্র ওয়াটার এটিএম এটি! গত ২৮ মার্চ রানীবাঁধ বাজারে ওয়াটার এটিএমের উদ্বোধনের সময় রানীবাঁধ গ্রাম পঞ্চায়েতের তরফে জানানো হয়েছিল, ২০২৪-২৫ অর্থ বর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত অর্থ থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে এই ওয়াটার এটিএম তৈরি করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: মিনি অজন্তা ইলোরা, রয়েছে গুপ্ত গুহাও! পেহেলগাঁও ক্যানসেলে মন খারাপ নয়, ঘুরে আসুন বাংলার এই পাহাড়ে
এখানে লিটার পিছু দুই টাকায় পরিশ্রুত পানীয় জল মিলবে। তবে ঠাণ্ডা জল সংগ্রহের ক্ষেত্রে সাধারণ মানুষকে এক লিটার জলে পাঁচ টাকা গুণতে হবে। এই অবস্থায় সব ঠিকঠাক ছিল। কিন্তু একমাসের মধ্যেই ওই ওয়াটার এটিএম থেকে কোন ধরণের জলই মিলছে না বলে স্থানীয়রা অভিযোগ করছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবিষয়ে রানীবাঁধ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া না গেলেও বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চিত্তরঞ্জন মাহাতো বলেন, যান্ত্রিক গোলযোগ হয়েছে, দু’এক দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তবে আপাতত জনস্বাস্থ্য কারিগরী দফতর ট্যাঙ্কারের মাধ্যমে পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করছে বলে তিনি দাবি করেন।
নীলাঞ্জন ব্যানার্জী





