TRENDING:

Bankura News: বিশ্বকাপ জ্বরে বুঁদ বাঁকুড়া, দেদার বিকোচ্ছে রোহিত-বিরাটদের জার্সি

Last Updated:

বিশ্বকাপ জ্বরে রীতিমতো বুঁদ বাঁকুড়া শহর। দেদার বিক্রি হচ্ছে ভারতীয় দলের জার্সি, জাতীয় পতাকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: ১২ বছর পর আবার ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত। মুখোমুখি অস্ট্রেলিয়া। ফলে কুড়ি বছর আগের বিশ্বকাপ ফাইনালে সৌরভের টিম ইন্ডিয়ার হারের বদলা নেওয়ার মধুর সুযোগ। আর সেই উত্তেজনায় ফুটছে গোটা দেশ। তাতে সামিল বাঁকুড়াও। সকলেই ১৯ নভেম্বর রাতে রোহিত শর্মার হাতে বিশ্বকাপ দেখতে চান।
advertisement

বিশ্বকাপ জ্বরে রীতিমতো বুঁদ বাঁকুড়া শহর। দেদার বিক্রি হচ্ছে ভারতীয় দলের জার্সি, জাতীয় পতাকা। দেখলে মনে হতে পারে সামনে বুঝি ১৫ অগস্ট। ক্রেতাদের চাপ সামাল দিতে ভোরবেলা থেকেই খুলে যাচ্ছে খেলার সরঞ্জামের দোকান। ক্ষুদে ক্রিকেটাররা জমা হচ্ছে সেই দোকানে। কেউ কিনছে ‘টিম ইন্ডিয়ার’ জার্সি, আবার কারোর নজর বিরাটের মত ব্যাটের দিকে। ভারত ফাইনালে ওঠার উন্মাদনায় খুদে ক্রিকেটাররা কিনছেন ডিউস বল। পাড়ায় পাড়ায় শুরু হয়েছে ‘বিরাট’ প্রস্তুতি। লাগানো হয়েছে সকলের প্রিয় ভারতীয় ক্রিকেট দলের পোস্টার। আলাদা করে পোস্টার লাগানো হয়েছে রোহিত- বিরাট এবং বুমরাহর। দুটি বিল্ডিংয়ের মাঝে ঝুলছে বিশাল বড় জাতীয় পতাকা।

advertisement

আরও পড়ুন: লং জাম্পে দেশের সেরা পুড়শুড়ার নন্দিনী

শহরের গোলপার্ক মার্কেটের খেলার সরঞ্জাম বিক্রির দোকানের কর্ণধার আশিস হাজরা জানালেন, বিশ্বকাপ ফাইনালে ভারত ওঠার পর অন্য রকমের উন্মাদনা কাজ করছে বাঁকুড়াবাসীর মনে। এতে তাঁদের জার্সি বিক্রি অনেকটাই বেড়ে গিয়েছে। জার্সি ছাড়াও বিশ্বকাপকে কেন্দ্র করে বাঁকুড়ার কচিকাঁচাদের ক্রিকেট খেলার উন্মাদনা বেড়েছে। পলি সকাল থেকে কেউ ব্যাটে লাগাচ্ছেন গ্রিপ আবার কেউ কিনছেন সিনথেটিক ডিউস বল। এক কথায় ভারতীয় ক্রিকেটের এই বিরাট সাফল্য প্রভাব ফেলেছে বাঁকুড়ার বাজারেও। উৎসাহী কিশোর প্রীতম দাস মোদকের কথায়, সাদা বলের ক্রিকেটে ভারত ফাইনালে উঠেছে বলে সাদা ডিউস বল কিনেছি। চোখ বন্ধ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ফাইনাল জিতবে। আমরাই চ্যাম্পিয়ন হব!

advertisement

View More

গোটা দেশ বিশ্বকাপ ফাইনালের জন্য প্রস্তুত। রবিবার শুধু বাকি কাজটা সারতে হবে রোহিত-বিরাটদের আর তাহলেই আবার গোটা ভারত মেতে উঠবে দিওয়ালির আনন্দে।

সেরা ভিডিও

আরও দেখুন
ভুটান যাওয়া আরও সহজ! সস্তায় কলকাতা থেকে জয়গাঁ এক বাসে, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বিশ্বকাপ জ্বরে বুঁদ বাঁকুড়া, দেদার বিকোচ্ছে রোহিত-বিরাটদের জার্সি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল