শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে রাজ্য জুড়ে। তারই মাঝে তমলুকের স্কুলে এ এক অন্য ছবি। যেখানে তমলুকের খোস্টিকরি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা তৃপ্তি বক্সি সরকারি ভাবে অবসর নেওয়ার পরও পড়ুয়াদের পড়িয়ে চলেছেন। ২০১৮ সালে অবসর নিয়েছেন তিনি। কিন্তু তার পরও গত সাত বছর ধরে বিনা পারিশ্রমকে স্কুলে এসে ছাত্র ছাত্রীদের পড়াচ্ছেন তৃপ্তিদেবী।
advertisement
তমলুকের এই প্রাথমিক স্কুলটিতে মোট চারজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। ছাত্র-ছাত্রীর সংখ্যা ১১৭ জন। প্রি-প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলে পঠন-পঠন চলছে। স্কুলের অন্য শিক্ষিকাদের সঙ্গে তালে তাল মিলিয়ে এখনো বাচ্চাদের যত্ন নিয়ে পড়িয়ে চলেছেন তৃপ্তিদেবী। আগে ওই স্কুলেই তিনি শিক্ষকতা করতেন। বর্তমানে পেনশন পান। পড়ানোর পরিশ্রমিক না নিয়েই বাচ্চাদের পড়ানোর কাজ করে চলেছেন তিনি। আসলে পড়ানোর মধ্যেই আনন্দ খোঁজেন তিনি। পুরনো অভ্যাস ছাড়তে পারেননি।
এখনও প্রতিদিন সকাল দশটায় স্কুলে আসেন। যদি কোন শিক্ষিকা অনুপস্থিত থাকেন তাকে ফোন করে খোঁজখবর নেন। বিকেল চারটায় বাড়ি যান। গোটা চাকরি জীবনে হয়তো ১১ খানা ছুটি নিয়েছেন। চাকরি ছাড়ার পরেও স্কুল কামাই করেন না তিনি। সমাজে যখন শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, তখন তমলুকের স্কুলের এই ছবি মন ভাল করে দেয় সবার। শেখায় অনেক কিছু।