অভিনব কায়দায় শিক্ষক দিবস পালন হল মহেশতলায়। আগামিকাল শিক্ষক দিবস। শিক্ষক দিবসের আগেই মহেশতলা ৩৪ নম্বর ওয়ার্ডে স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র মিলিয়ে মোট সাতটি স্কুলে ইলিশ উৎসব। প্রায় ৪০০ জন ছাত্রছাত্রীকে নিয়ে পালন করা হয় ইলিশ উৎসব।
advertisement
শিক্ষক দিবস উপলক্ষে আগামিকাল স্কুল ছুটি রয়েছে, সেই কারণেই তার আগের দিন এই অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা-সহ অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে, মহকুমা শাসক তমঘ্ন কর সহ প্রশাসনের একাধিক আধিকারিকরা।
শিক্ষক দিবস উপলক্ষে ইলিশ উৎসবের যে খাওয়া-দাওয়া সেখানে স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকা এছাড়াও প্রশাসনিক আধিকারিক যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই অংশগ্রহণ করেন। এবং বিভিন্ন অভিভাবক ও অভিভাবিকারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।