TRENDING:

South 24 Parganas News: নদীর পাড়ে দল বেঁধেছেন শিক্ষকেরা! সবার হাতেই গাছ! কী করছেন জানুন

Last Updated:

South 24 Parganas News: শিক্ষক সমাজ এগিয়ে এসে সামাজিক সুরক্ষার কাজে। ম্যানগ্রোভ ধ্বংসের হাত থেকে সুন্দরবনকে বাঁচাতে এবার তাঁরা ম্যানগ্রোভ রোপণ কর্মসূচি নিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দকুমারপুর: হরিণটানা বাজারে নদীবাঁধের উপর ঘুরে বেড়াচ্ছেন শতাধিক শিক্ষক। সবার হাতেই রয়েছে গাছ। সুন্দরবন রক্ষা করতে শিক্ষকদের এই প্রয়াস নজর কেড়েছে সকলের।
advertisement

শিক্ষক সমাজ এগিয়ে এসে সামাজিক সুরক্ষার কাজে। ম্যানগ্রোভ ধ্বংসের হাত থেকে সুন্দরবনকে বাঁচাতে এবার তাঁরা ম্যানগ্রোভ রোপণ কর্মসূচি নিয়েছেন। গোসাবা, রায়দিঘি, বাসন্তীর মতো জায়গায় ম্যানগ্রোভ রোপণ অভিযানে নেমেছেন তাঁরা। প্রায় ১ লক্ষ গাছের চারা তাঁরা নিজেদের উদ্যোগে লাগাবেন। প্রাথমিক শিক্ষকদের অধিকার রক্ষার ঐতিহাসিক জুলাই আন্দোলনকে স্মরণ করতে এই কর্মসূচি বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানিয়েছেন বিবেকানন্দ সাহু।

advertisement

রায়দিঘির হরিণটানা বাজার ভাঙনপ্রবণ এলাকা। এই জায়গা রক্ষা করতে সেখানে শতাধিক শিক্ষকরা এসেছিলেন। এই কাজে সহযোগিতা করেন নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুজিবুর রহমান-সহ অন্যান্য সদস্য এবং স্থানীয় গ্রামবাসীরা।

সমাজের প্রতি শিক্ষক সমাজের যা দায়বদ্ধতা তার প্রতি লক্ষ্য রেখে এই কাজ করেছেন তাঁরা‌।ম্যানগ্রোভের পাশাপাশি থাকছে ঝাউ সহ অন্যান্য ফলের গাছ। সব্যসাচী হালদার নামের এক শিক্ষক জানিয়েছেন, সুন্দরবনকে রক্ষা করাই উদ্দেশ্য তাঁদের। এই লক্ষ্যে শিক্ষকরা একত্রিত হয়েছেন। ভবিষ্যতে একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে চান তাঁরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গর্ভগৃহে নয়, আজ বিশ্রাম মঞ্চে রাজবেশ পরিয়ে পুজো করা হবে মা তারার, দর্শন করুন এই শুভ লগ্ন
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: নদীর পাড়ে দল বেঁধেছেন শিক্ষকেরা! সবার হাতেই গাছ! কী করছেন জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল