TRENDING:

Bankura News: বিরাট জয়জয়কার...! জঙ্গলমহলের এই শিক্ষক পেলেন 'রাষ্ট্রীয় অশোক সম্মান', গর্বে আপ্লুত গোটা এলাকা

Last Updated:

Bankura News: ২০২৫ সালের 'রাষ্ট্রীয় অশোক সম্মান' পাচ্ছেন বাঁকুড়ার জঙ্গলমহল রাইপুরের পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক চট্টোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: বাঁকুড়া জেলায় এই ঘটনা আগে কোনওদিন ঘটেনি, এই খবর গর্বের খবর, এই খবর বাঁকুড়ার অভিমানের। পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক কৌশিক চট্টোপাধ্যায়, শিক্ষা, সামাজিক ক্ষেত্র এবং সমাজ সচেতনতা সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। ২০২৫ সালের ‘রাষ্ট্রীয় অশোক সম্মান’ পাচ্ছেন বাঁকুড়ার জঙ্গলমহল রাইপুরের পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক কৌশিক চট্টোপাধ্যায়। শিক্ষাক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে কৌশিক বাবুর বিশেষ অবদানের কথা উঠে আসে বারবার, সেটা পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয় পরিকাঠামোগত এবং শিক্ষাগত উন্নয়ন হোক কিংবা মানুষের জন্য কাজ, আগামী ৩১ জুলাই দিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।
advertisement

২০১০ সালে বাঁকুড়ার প্রত্যন্ত এলাকার পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন কৌশিক চট্টোপাধ্যায়। তখন থেকেই স্কুলটিকে তিল তিল করে গড়ে তুলেছেন তিনি। প্রতিবছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে দুর্দান্ত ফলাফল করে এই বিদ্যালয়টি। কৌশিক বাবুর বাঁকুড়ার শিক্ষাক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে অবদানগুলিকে সম্মান জানিয়ে আগামী ৩১ তারিখ দিল্লির অশোকা ভবনে ওয়ার্ল্ড হিউম্যান রাইট প্রোটেকশন কমিশনের পক্ষ থেকে তুলে দেওয়া হবে ‘রাষ্ট্রীয় অশোক সম্মান’!

advertisement

আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! মঙ্গলের দুরন্ত চালে ৫ রাশি রাজা, লাগবে ‘লটারি’, উপচে পড়বে কাঁড়ি কাঁড়ি টাকা, খুলবে পোড়া কপাল

২০২৫ সালে পশ্চিমবঙ্গ থেকে এই সম্মান পাচ্ছেন বাঁকুড়ার কৌশিক চট্টোপাধ্যায় এবং চিকিৎসক ডক্টর প্রভাস দাস। এর আগেও বিদ্যালয়ে শিশু বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য ২০১৩ সালে ইউনিসেফ-এর শিশুমিত্র সম্মান পেয়েছিলেন কৌশিকবাবু। ২০২১ সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়াও ২০২১ সাল থেকে উচ্চমাধ্যমিক পর পর চারবার সাঁওতালিতে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

advertisement

View More

আরও পড়ুন-রাত ঠিক ৩ টে…! আচমকা দাঁড়িয়ে গেল গৌড় এক্সপ্রেস, হুড়মুড়িয়ে AC কামরায় ঢুকে পড়ল ‘ওরা’, তারপর শুয়ে থাকা যাত্রীদের…

কৌশিক চট্টোপাধ্যায় বলেন, ‘আমি ২০১০ সালে স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি, তখন থেকেই স্বপ্ন ছিল স্কুলটিকে গড়ে তুলব। যতটা পেরেছি করেছি। তার জন্য মানুষের সহযোগিতা পেয়েছি। ‘রাষ্ট্রীয় অশোক সম্মান’ পাওয়ার জন্য কাজ করার উৎসাহ আরও বেড়ে গেল। খুবই আনন্দ হচ্ছে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বিরাট জয়জয়কার...! জঙ্গলমহলের এই শিক্ষক পেলেন 'রাষ্ট্রীয় অশোক সম্মান', গর্বে আপ্লুত গোটা এলাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল