জানা গিয়েছে, স্কুল ছুটির পর বাসে চেপে রামনগর থানার সটিলাপুরে বাড়িতে ফিরছিলেন নন্দবাবু। স্কুল সংলগ্ন লেভেল ক্রসিংয়ের কাছে বাসটিকে দাঁড় করিয়ে বাসে উঠে নন্দবাবুকে মারধর করা হয়। ঘটনায় বাস যাত্রীরা হকচকিয়ে গেলে ও রুখে দাঁড়ালে সঙ্গীদের নিয়ে চম্পট দেয় অভিযুক্ত ছাত্র। স্কুল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার স্কুল চলাকালীন টিফিনের পর স্কুলে এসে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করছিল ওই ছাত্র। এনিয়ে ছাত্রীরা অভিযোগ জানালে তাকে আটকে রেখে বাড়িতে ফোন করা হয়। তার বাবা বাড়িতে না থাকায় দাদা এসে পৌঁছন স্কুলে। তাতেই ক্ষীপ্ত হয়ে ওঠে ওই পড়ুয়া৷ স্কুলের বাইরে গেলে দেখে নেওয়ার হুমকিও দিয়ে যায়। তারপরেই হুমকি মতো ছুটির পর বন্ধুর বাইকে চেপে বাস থামিয়ে এমন কাণ্ড ঘটায় সে।
advertisement
আরও পড়ুন: 'ফিশচুলা ফেটে গিয়েছে', দিল্লি যাওয়ার আগেই শরীর 'খারাপ' অনুব্রতর! শুক্রে কী হবে, প্রবল জল্পনা
ঘটনার প্রতিবাদে আজ দুপুরে স্কুলের সামনে বিক্ষোভে শামিল হয় ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রী ও অভিভাবকরা। বিক্ষোভকে ঘিরে উত্তেজনা তৈরি হলে ঘটনাস্থলে আসে দিঘা থানার পুলিশ।