TRENDING:

Tarapith Temple: শ্যামাসঙ্গীত থেকে আধুনিক! তারাপীঠের সেবায়েতের কণ্ঠে গানের জাদুতে মুগ্ধতার রেশ

Last Updated:

Tarapith Temple: মাত্র ১৬ বছর বয়সে বাবার কাছে উপহার হিসেবে পেয়েছিলেন একটি গানের টেপ রেকর্ডার সঙ্গে পেয়েছিলেন কিশোর কুমারের গানের ক্যাসেট, সেই থেকে আজও গানের চর্চা করছেন তারাপীঠের এই পুরোহিত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সৌভিক রায়: কর্মব্যস্তময় জীবন সকলের। সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত। তবে অনেকেই এমন রয়েছেন যারা হয়তো পরিবারের জন্য, অথবা জীবন জীবিকা নির্বাহের জন্য কাজ করছেন। তবে তাদের জীবনের আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু এক! আবার এমন অনেকেই রয়েছে যারা হয়তো অনেক দেরিতেই তাদের জীবনের আসল যে উদ্দেশ্য সেটা সম্বন্ধে জানতে অনেকটাই দেরি করে ফেলেছেন। তাই হয়তো তারা ঝুঁকে পড়েছেন অন্য পেশায়। আবার অনেকে বাবা ঠাকুরদার আমলের পুরনো পেশাকেই আকড়ে ধরে বেঁচে রয়েছেন।
advertisement

আজকে আপনাদের শোনাবো এক মানুষের গল্প। যিনি হয়তো পেশাগতভাবে বীরভূমের সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরের মূল সেবায়েত। তবে মন্দিরে মা তারার আরাধনা করার পাশাপাশি তিনি একজন গায়কও বটে। তারাপীঠ এলাকার মানুষজন তাঁকে তারাপীঠ মন্দিরের পুরোহিত হিসাবে কম বরং চেনেন গায়ক তারক হিসেবে। তারাপীঠ এলাকা চত্বরের প্রায় ৯০% মানুষই এই গায়ক তারককে চেনেন।

advertisement

তবে হঠাৎ কেন মন্দিরের পুজো করার পাশাপাশি তিনি গায়ক তারক হয়ে উঠলেন! এই বিষয়ে অবশ্য সেই গায়ক তারক ওরফে তারকনাথ রায় জানান বহু বছর আগে তাঁর বাবা তাঁকে জন্মদিনের উপহার দিয়েছিলেন একটি টেপ রেকর্ডার, সঙ্গে দিয়েছিলেন কিশোরকুমারের গানের বেশ কয়েকটি ক্যাসেট। কারণ আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত ক্যাসেটের রমরমা বাজার ছিল। সেই থেকে গান এবং কিশোর কুমারের প্রতি আলাদাই ভালবাসা জন্মে যায় তারকবাবুর। সেই সময় বয়স তখন ১৮ এর গণ্ডি পেরোয়নি, সেই সময় বয়স মাত্র ১৫-১৬ বছর।

advertisement

আরও পড়ুন : গঙ্গার ঘাটের পৈঠা-সিঁড়ি জুড়ে সাইবেরিয়া থেকে আসা হেমন্তের পরিযায়ী পাখিদের মেলা! মোহময়ী বারাণসী এখন পর্যটকদের স্বর্গরাজ্য

সেরা ভিডিও

আরও দেখুন
শ্যামাসঙ্গীত থেকে আধুনিক! তারাপীঠের সেবায়েতের কণ্ঠে গানের জাদুতে মুগ্ধতার রেশ
আরও দেখুন

সেই ১৫ অথবা ১৬ বছর বয়স থেকে আজ পর্যন্ত তিনি প্রায় ১০০ এর বেশি অনুষ্ঠানে স্টেজে গান গেয়েছেন। কখনও তিনি তার কন্ঠে ফুটিয়ে তুলেছেন কিশোরকুমার, অথবা কখনও কুমার শানু আবার কখনও শ্যামাসঙ্গীত গেয়েছেন দরদ দিয়ে। এখনও পর্যন্ত তিনি কলকাতা, মুর্শিদাবাদ, বর্ধমান এমনকি তাঁর নিজের বাসস্থান অর্থাৎ তারাপীঠেরও বিভিন্ন জায়গায় গান গেয়ে চলেছেন। উদ্দেশ্য টাকা উপার্জন বা পেশা নয়, পুরোটা তিনি করে চলেছেন নিজের কাজের ফাঁকে নেশা হিসাবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tarapith Temple: শ্যামাসঙ্গীত থেকে আধুনিক! তারাপীঠের সেবায়েতের কণ্ঠে গানের জাদুতে মুগ্ধতার রেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল