জনশ্রুতি রয়েছে জীবনে স্বর্গ দেখার ইচ্ছে থাকলে অবশ্যই একবার ঘুরে আসুন কাশ্মীর। তবে সেই ভূস্বর্গ আজ রক্তাক্ত। আর এই ঘটনার পরেই ভারত পাকিস্তানের মধ্যে পুনরায় চির ধরতে শুরু করে। যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। তবে শনিবার বিকেলে যুদ্ধ বিরতির আবেদন জানায় পাকিস্তান।পাক আবেদনের পর যুদ্ধ বিরতিতে সম্মতি দেয় ভারত। তবে তারপরে আবার পুনরায় পাকিস্তানের তরফ থেকে হামলা করা হয়। সংঘর্ষ বিরোধী সমঝোতা লঙ্ঘন করেছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন।
advertisement
এমনটাই রয়েছে সূত্রের খবর। তবে সব মিলিয়ে দেশবাসীর সুস্থতা কামনা এবং ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ করার প্রার্থনা করে আজ বীরভূমের তারাপীঠের মা তারার মন্দিরে মা তারা কে সিঁদুর দিয়ে রাঙিয়ে তুললেন তারাপীঠ মা তারার মন্দিরের সেবায়ত থেকে শুরু করে মন্দির কমিটির সদস্যরা। সকালবেলায় মা তারা কে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে তারপরে পুজো চলে। এরপরে মা তারাকে সাজিয়ে তোলা হয় সিঁদুর দিয়ে।
প্রসঙ্গত গত মাসের ২২ তারিখে কাশ্মীরের পহেলগাঁও এ ২৬ জন হিন্দু পর্যটকদের খুন করা হয়। খুন করেন পাক অধিষ্ঠিত জঙ্গিরা।এমনটাই অভিযোগ, তারপরে শুরু হয় ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত। কয়েকদিন আগেই সেই সমস্ত পর্যটকদের সঠিক বিচার পাইয়ে দেওয়ার জন্য শুরু হয় ‘অপারেশন সিঁদুর’। আর এই অপারেশন সিন্দুর এর সফলতা কামনায় আজকে মা তারার মন্দিরে বিশেষ পুজো দেওয়া হয়। মন্দির কমিটির তরফ থেকে মা তারার কাছে প্রার্থনা করা হয়, যাতে খুব শীঘ্রই ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতের সমাপ্তি হয়।
সৌভিক রায়