TRENDING:

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে হোটেল ভাড়া ২৫ হাজার টাকা, মাথায় হাত পুণ্যার্থীদের

Last Updated:

কৌশিকী অমবস্যা মেনেই পুণ্যার্থীদের ঢল। এবার এই কৌশিকী অমবস্যাতেই তারাপীঠে হোটেলের ভাড়া না কি শোনা যাচ্ছে ২৫ হাজার টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তারাপীঠ: প্রতি বছর ভাদ্র মাসের শুরুতেই আসে কৌশিকী অমাবস্যার পুন্য তিথি। চলতি বছরে ২৭ অগাস্ট শনিবার থেকে ২৮ অগাস্ট রবিবার পর্যন্ত থাকে কৌশিকী অমাবস্যার এই তিথি। এদিন তারাপীঠে মহা ধুমধাম করে মায়ের আরাধনা করা হয়। আর এই কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে মায়ের পুজো দিতে তারাপীঠে সমাগম হয় অসংখ্য পুণ্যার্থীর। তবে এবার সেই চেনা চেহারা কতটা দেখা যাবে তাই নিয়েই উঠছে প্রশ্ন।
Tarapith Temple
Tarapith Temple
advertisement

কারণ তারাপীঠের বিপুল সংখ্যক ভক্ত সমাগমকে সমাগমকেই কাজে লাগাতে চাইছেন সেখানকার হোটেল ব্যবসায়ীরা। তারাপীঠে কৌশিকী অমাবস্যায় হোটেলের ভাড়া উঠল ২৫ হাজার টাকা পর্যন্ত, যা শুনে রীতিমত মাথায় হাত পড়েছে পুণ্যার্থীদের। সারা বছর এই সময়টায় মায়ের পুজো দেওয়ার অপেক্ষায় থাকেন অনেকেই। আচমকা হোটেলের ভাড়া এত বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন অনেকেই।

তারাপীঠে হোটেলের ভাড়ার পার্থক্য:

advertisement

নন- এসি রুম

আগে- ৬০০ টাকা

এখন- ১৫ হাজার টাকা

এসি রুম

আগে- ১ হাজার ৫০০টাকা

এখন- ২২ হাজার, ২৫ হাজার টাকা

কৌশিকী অমাবস্যার পৌরাণিক ইতিহাস:

কৌশিকী অমাবস্যার এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে পৌরাণিক ইতিহাস। কথিত আছে সাধক বামাক্ষ্যাপা, ১২৭৪ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন। ধ্যানমগ্ন বামাক্ষ্য়াপা এদিন তারা মায়ের আবির্ভাব পান। এছাড়াও এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি ঐতিহাসিক ঘটনা।

advertisement

আরও পড়ুন- চুরির মাল নিয়ে পালাতে গিয়ে বিপত্তি, চোর ধরিয়ে দিল রাস্তার কুকুরের দল

আরও পড়ুন- South 24 Parganas News : ইলশেগুড়ি বৃষ্টির সঙ্গে ফিরছে ইলিশ মাছ! আশায় মৎস্যজীবীরা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুরাণ অনুসারে মহিষাসুরের অত্যাচারে হাত থেকে দেবতাদের রক্ষা করতে মা দূর্গা মহিষাসুর বধ করেছিলেন ঠিকই। তবে এই শান্তি খুব বেশি দিনের জন্য ছিল না। শোনা যায়, শুম্ভ- নিশুম্ভের অত্যাচারে পুনরায় দেবতারা অস্থির হয়ে পড়েন। তখন দেবী মহামায়া নিজের ইচ্ছাশক্তিকে জাগ্রত করে নতুন এক দেবীমূর্তির জন্ম দেন, তিনি হলেন দেবী কৌশিকী। এই ভাদ্র মাসের অমাবস্যাতেই শুম্ভ অশুম্ভকে বধ করেছিলেন দেবী কৌশিকী। শোনা যায় এরপর থেকে এই অমাবস্যাই কৌশিকী অমাবস্যা নামে পরিচিতি লাভ করে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে হোটেল ভাড়া ২৫ হাজার টাকা, মাথায় হাত পুণ্যার্থীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল