কারণ তারাপীঠের বিপুল সংখ্যক ভক্ত সমাগমকে সমাগমকেই কাজে লাগাতে চাইছেন সেখানকার হোটেল ব্যবসায়ীরা। তারাপীঠে কৌশিকী অমাবস্যায় হোটেলের ভাড়া উঠল ২৫ হাজার টাকা পর্যন্ত, যা শুনে রীতিমত মাথায় হাত পড়েছে পুণ্যার্থীদের। সারা বছর এই সময়টায় মায়ের পুজো দেওয়ার অপেক্ষায় থাকেন অনেকেই। আচমকা হোটেলের ভাড়া এত বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন অনেকেই।
তারাপীঠে হোটেলের ভাড়ার পার্থক্য:
advertisement
নন- এসি রুম
আগে- ৬০০ টাকা
এখন- ১৫ হাজার টাকা
এসি রুম
আগে- ১ হাজার ৫০০টাকা
এখন- ২২ হাজার, ২৫ হাজার টাকা
কৌশিকী অমাবস্যার পৌরাণিক ইতিহাস:
কৌশিকী অমাবস্যার এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে পৌরাণিক ইতিহাস। কথিত আছে সাধক বামাক্ষ্যাপা, ১২৭৪ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন। ধ্যানমগ্ন বামাক্ষ্য়াপা এদিন তারা মায়ের আবির্ভাব পান। এছাড়াও এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি ঐতিহাসিক ঘটনা।
আরও পড়ুন- চুরির মাল নিয়ে পালাতে গিয়ে বিপত্তি, চোর ধরিয়ে দিল রাস্তার কুকুরের দল
আরও পড়ুন- South 24 Parganas News : ইলশেগুড়ি বৃষ্টির সঙ্গে ফিরছে ইলিশ মাছ! আশায় মৎস্যজীবীরা
পুরাণ অনুসারে মহিষাসুরের অত্যাচারে হাত থেকে দেবতাদের রক্ষা করতে মা দূর্গা মহিষাসুর বধ করেছিলেন ঠিকই। তবে এই শান্তি খুব বেশি দিনের জন্য ছিল না। শোনা যায়, শুম্ভ- নিশুম্ভের অত্যাচারে পুনরায় দেবতারা অস্থির হয়ে পড়েন। তখন দেবী মহামায়া নিজের ইচ্ছাশক্তিকে জাগ্রত করে নতুন এক দেবীমূর্তির জন্ম দেন, তিনি হলেন দেবী কৌশিকী। এই ভাদ্র মাসের অমাবস্যাতেই শুম্ভ অশুম্ভকে বধ করেছিলেন দেবী কৌশিকী। শোনা যায় এরপর থেকে এই অমাবস্যাই কৌশিকী অমাবস্যা নামে পরিচিতি লাভ করে।