TRENDING:

Birbhum News: মা তারা ছাড়া তারাপীঠ মন্দিরে অন্য দেবীপুজো নিসিদ্ধ,তবে বাধা নেই এই পুজোয়

Last Updated:

মন্দির চত্বরে কোনও দেবী মূর্তির পুজোর প্রচলন না থাকলেও নবান্ন উপলক্ষে কার্তিক পুজো হয় মহা ধুমধাম এর সঙ্গে। অগ্রহায়ণ মাসে বিশেষ তিথিতে এই নবান্ন উৎসব পালন করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তারাপীঠ, বীরভূম: সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। আর এই তারাপীঠে সব দেবীর উর্ধ্বে মা তারা। যেকারণেতারাপীঠে মা তারা ছাড়া কোনও দেবী মূর্তির পুজো করা হয় না। দুর্গাপুজোর সময় মা তারাকে দুর্গার রূপে,কালীপুজোর সময় কালী রূপে, জগদ্ধাত্রী পুজোর সময় জগদ্ধাত্রী রূপে,লক্ষ্মী পুজোর সময় লক্ষী রূপে পুজো করা হয়ে থাকে।
advertisement

তবে এই নিয়মের বাইরেকার্তিক পুজো ও নবান্ন উৎসব। নবান্ন উৎসবে এদিন মেতে উঠল তারাপীঠবাসী। তারাপীঠ চত্বরে কোনও দেবী মূর্তির পুজোর প্রচলন না থাকলেওনবান্ন উপলক্ষে কার্তিক পুজো হয় মহা ধুমধাম এর সঙ্গে। অগ্রহায়ণ মাসে বিশেষ তিথিতে এই নবান্ন উৎসব পালন করা হয়। সেই মত তারাপীঠ মন্দির চত্বর এলাকায় নবান্ন উৎসব উপলক্ষে কার্তিক পুজোর বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। পান্ডাপাড়া ছাড়াও রয়েছে তারাপীঠ ধর্মরাজ তলা সবজি বাজার,পালপাড়া,লেট পাড়া রবীন্দ্রপল্লী সমেতমোট কুড়িটি জায়গায় ছোট বড় কার্তিক পুজো হয়ে থাকে।

advertisement

আরও পড়ুন: এ বারে শান্তিনিকেতনের মেলার মাঠেই ফের পৌষমেলা? উপাচার্য বদলি হতেই বড় পদক্ষেপের ইঙ্গিত

রবীন্দ্রপল্লী ক্লাবের সদস্য রঞ্জিত দত্ত জানান তাদের এ বছরের পুজোর থিম জল জাহাজ।প্রায় সাড়ে চার লক্ষ টাকা খরচ করে তাদের পুজোর থিম গড়ে তোলা হয়েছে। অন্যদিকে পান্ডা পাড়া মিলন সংঘ ক্লাবেরএবছরে পুজোর ভাবনা \”পাঠাগার বৃদ্ধাশ্রম\”। প্রায় তিন লক্ষ টাকা খরচ করা হয়েছে এই থিমের পিছনে। অন্যদিকে লেট পাড়া শিশু সংঘ ক্লাবেরএবছরের পgজোর থিম \”আলিবাবা চল্লিশ চোর\”।মোট ৪০টি ছোট পুতুল দিয়ে মণ্ডপটিসাজিয়ে তোলা হয়েছে।

advertisement

View More

প্রায় পাঁচ দিন ধরে আনন্দে মাতবে তারাপীঠেরমানুষ জন। শুধু তারাপীঠ এলাকার মানুষই নয়,এই পুজো দেখতে আসেনবাইরে থেকেও বহু ভক্তরা।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সবমিলিয়ে আলোকসজ্জা থেকে শুরু করে বিভিন্ন রকমের থিমে সেজে উঠেছে তারাপীঠ চত্বর নবান্ন উৎসবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সৌভিক রায়

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: মা তারা ছাড়া তারাপীঠ মন্দিরে অন্য দেবীপুজো নিসিদ্ধ,তবে বাধা নেই এই পুজোয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল