TRENDING:

মহিষাদলে ফের ট্যারান্টুলা আতঙ্ক, উদ্ধার বিষাক্ত মাকড়সা

Last Updated:

এদিন সকালে স্থানীয় বাজার এলাকায় লোমশ ধরনের মাকড়সা দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ায় ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরে ৷ আধিকারিকরা এসে উদ্ধার করেন মাকড়শাটিকে ৷ সেটি ট্যারেন্টুলা বলে দাবি স্থানীয়দের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মহিষাদল: ট্যারান্টুলা আতঙ্কে তটস্থ পূর্ব মেদিনীপুর ৷ প্রায় রোজই জেলার বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে বিষাক্ত মাকড়সা ৷ এবার ঘটনাস্থল কাপাসএড়িয়া ৷ এদিন সকালে স্থানীয় বাজার এলাকায় লোমশ ধরনের মাকড়সা দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ায় ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরে ৷ আধিকারিকরা এসে উদ্ধার করেন মাকড়শাটিকে ৷ সেটি ট্যারেন্টুলা বলে দাবি স্থানীয়দের ৷
advertisement

আরও পড়ুন: ট্যারান্টুলার আতঙ্কে কাবু পূর্ব মেদিনীপুর, জেলার নানা জায়গায় মিলল মাকড়সা

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সোমবারও দিঘা-সহ পূর্ব মেদিনীপুরের মোট ছ’টি এলাকা থেকে ছ’টি বিষাক্ত মাকড়সা ধরা পড়েছিল। অন্যদিকে, হাওড়ার বাগনানে তিনটি লোমশ মাকড়সা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারমধ্যে একটিকে ধরে বন দফতরের হাতে তুলে দেন তাঁরা। বনাধিকারিকরা মাকড়শাটিকে ট্যারান্টুলা বলে চিহ্নিত করেন। কিছুদিন আগে সোনারপুরে ট্যারেন্টুলার কামড়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতলে ভরতি হয়েছিলেন এক মহিলা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মহিষাদলে ফের ট্যারান্টুলা আতঙ্ক, উদ্ধার বিষাক্ত মাকড়সা