TRENDING:

Tanmoy Bhattacharya: দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে CPIM-এর তন্ময় ভট্টাচার্য! স্পষ্ট হল আরও, বিজেপিতে যোগ দেবেন তন্ময়?

Last Updated:

Tanmoy Bhattacharya: বৃহস্পতিবার ক্রিকেট খেলার উদ্বোধনে কখনও দিলীপ ঘোষ ব্যাট করছেন, কখনও তন্ময় ভট্টাচার্য কিপিং করছেন, আবার কখনও তন্ময় ভট্টাচার্য ব্যাট করছেন, দিলীপ ঘোষ কিপিং করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুকান্ত চক্রবর্তী, দাসপুর: এবার এক মঞ্চে সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের হরিরামপুরে একটি ক্লাবের ক্রিকেট খেলার উদ্বোধনে একই মঞ্চে দেখা গেল তন্ময় ভট্টাচার্য ও দিলীপ ঘোষকে।
একমঞ্চে!
একমঞ্চে!
advertisement

বৃহস্পতিবার ক্রিকেট খেলার উদ্বোধনে কখনও দিলীপ ঘোষ ব্যাট করছেন, কখনও তন্ময় ভট্টাচার্য কিপিং করছেন, আবার কখনও তন্ময় ভট্টাচার্য ব্যাট করছেন, দিলীপ ঘোষ কিপিং করছে। তবে এদিন দু’জন নেতাকে একই মঞ্চে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারাও তাদের প্রতিক্রিয়া দেন।

আরও পড়ুন: ‘এখন মনে পড়ছে!’ অমিত শাহকে নিয়ে বিরাট মন্তব্য প্রশান্ত কিশোরের! ভোটের আগে এ কীসের ইঙ্গিত দিলেন পিকে!

advertisement

এদিন দিলীপ ঘোষ বলেন, ”পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার চেষ্টা চলছে।” এক কথায় বিভিন্ন ভাবে শাসক দল তৃণমূলকে কটাক্ষ করেন তিনি। তবে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই অনুষ্ঠানে তারা সমস্ত রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তৃণমূলের কেউই আসেনি।

মাস কয়েক আগেই একটি কেলেঙ্কারিতে নাম জড়ায় প্রবীণ বাম নেতা তন্ময় ভট্টাচার্যের। এক তরুণী সাংবাদিককে চূড়ান্ত হেনস্থা করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে একটি ফেসবুক লাইভ করেন সেই তরুণী। পরবর্তীতে থানায় তন্ময়ের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তার ভিত্তিতে তদন্ত শুরু করে বরাহনগর থানার পুলিশ। তরুণীর বয়ান নেওয়া হয়। তন্ময়কেও একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। অন্যদিকে, ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে তন্ময়কে ছ’মাসের জন্য সাসপেন্ড করে সিপিআই(এম)। যদিও তন্ময় নিজে তাঁর বিরুদ্ধে ওঠা হেনস্থার অভিযোগ অস্বীকারই করে এসেছেন। এরই মধ্যে কলকাতা বইমেলায় বিজেপির স্টলে দেখা যায় তন্ময়কে। তারপর এদিন দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে দেখা গেল তন্ময় ভট্টাচার্য।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tanmoy Bhattacharya: দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে CPIM-এর তন্ময় ভট্টাচার্য! স্পষ্ট হল আরও, বিজেপিতে যোগ দেবেন তন্ময়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল