TRENDING:

Table Fan: স্বামী-স্ত্রী একসঙ্গে ভাত খাচ্ছিলেন, হঠাৎ ঘটল ঘটনাটা! অসতর্কতায় বাড়ির টেবিল ফ্যানও যে প্রাণ কেড়ে নেয়, বুঝিয়ে গেলেন সুলেখাদেবী

Last Updated:

Table Fan: রবিবার দুপুরে স্বামী-স্ত্রী একসঙ্গে ভাত খাচ্ছিলেন। টেবিলে খাওয়ার সামনে একটি টেবিল ফ্যান চলছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অর্পণ মণ্ডল, কুলতলি: দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের মৈপিঠ কোস্টাল থানার মধ্য গুড়গুড়িয়া গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ভাত খাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সুলেখা মুদী (৩২)।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

রবিবার দুপুরে স্বামী-স্ত্রী একসঙ্গে ভাত খাচ্ছিলেন। টেবিলে খাওয়ার সামনে একটি টেবিল ফ্যান চলছিল। খাওয়ার মাঝেই সুলেখাদেবী সেই ফ্যানটি সরাতে যান। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্বামী রাজু মুদী তখন বাথরুমে ছিলেন। ফিরে এসে দেখেন স্ত্রী অচেতন অবস্থায় মাটিতে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা।

advertisement

আরও পড়ুন: প্রমাণ নেই, আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি শিক্ষকদের! প্রাথমিকে ৩২০০০ চাকরি বাতিল মামলায় জোর সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়

তড়িঘড়ি সুলেখাদেবীকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, ফ্যানের তার বা সুইচবোর্ডে শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এই দম্পতির তিন সন্তান রয়েছে—তাদের ভবিষ্যৎ নিয়ে এখন চিন্তায় পরিবার ও প্রতিবেশীরা। হঠাৎ এমন দুর্ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঘটনার তদন্ত শুরু করেছে মৈপিঠ কোস্টাল থানার পুলিশ। বিদ্যুৎ সংযোগ এবং ফ্যানের অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। এই দুর্ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ঘরের মধ্যেও ছোটখাটো অসতর্কতা কীভাবে বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Table Fan: স্বামী-স্ত্রী একসঙ্গে ভাত খাচ্ছিলেন, হঠাৎ ঘটল ঘটনাটা! অসতর্কতায় বাড়ির টেবিল ফ্যানও যে প্রাণ কেড়ে নেয়, বুঝিয়ে গেলেন সুলেখাদেবী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল