ট্যাবের টাকা হারানোর ঘটনায় হাসেম আলি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে মালদহ জেলার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের খুদিটোলা এলাকার বাসিন্দা। গতকাল বর্ধমান পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। ওই যুবকের একটি সাইবার ক্যাফে রয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ট্যাব কেলেঙ্কারিতে তার সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
পূর্ব বর্ধমানের জেলা পুলিশ সুপার সায়ক দাস বলেন, ৩১ শে অক্টোবর ট্যাবের টাকা গায়েবের প্রথম অভিযোগ আসে জেলা পুলিশের কাছে। বর্ধমানের সি এম এস হাই স্কুলের প্রধান শিক্ষক ২৮ জন পড়ুয়া ট্যাবের টাকা পায়নি বলে বর্ধমান সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এখন পর্যন্ত কুড়িটি স্কুল এই অভিযোগ করেছে। সব অভিযোগ একত্রিত করে তদন্ত চালানো হচ্ছে। এ ব্যাপারে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে একটি স্পেশ্যাল ডেডিকেটেড টিম গঠন করা হয়। সেই দলে সাইবার ক্রাইম বিশেষজ্ঞরাও ছিলেন।
জেলা পুলিশ সুপার জানান, তদন্তে দেখা যায় দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কয়েকটি অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে। সেইসব অ্যাকাউন্টের টাকা তোলা বন্ধ করে দেওয়া হয়। এরপর তদন্তে হাসেম আলি নামে এই অভিযুক্তের হদিশ মেলে। পূর্ব বর্ধমান জেলা পুলিশ মালদহে যায়। বৈষ্ণবনগর থানার পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। আদালতের কাছে তাকে সাতদিন হেফাজতে চাওয়া হচ্ছে। হেফাজতে নিয়ে তাকে বিস্তারিত জেরা করা হবে। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তা জানার চেষ্টা চালানো হচ্ছে।