মঙ্গলবার সন্ধ্যা নাগাদ শহরের অন্যান্য জায়গা গুলি ঘুরে হঠাৎ করে মিষ্টির দোকানে দাঁড়িয়ে সটাং মিষ্টির দোকানে ঢুকে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রীকে সামনাসামনি দেখতে পেয়ে হঠাৎ ঘোরে চলে যান দোকানদার।অভ্যর্থনা জানানো হয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। ১২ বছর পর বালুরঘাটে রাত কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে নলেন গুড়ের সন্দেশ, নলেন গুড়ের কালাকাঁদ, কাল মৌচাক, ক্ষিরের শিঙাড়া, ক্ষিরের মোদক, কালোজাম সহ প্রচুর মিষ্টি কিনলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: মহুয়া মৈত্রকে নিয়ে বড় ‘ঘোষণা’ মমতার! লোকসভার ‘টিকিট’ ঘিরে তুঙ্গে শোরগোল
সবমিলিয়ে ১৩ হাজার টাকার মিষ্টি কিনে খাওয়ালেন পুলিশ, প্রশাসন, সাংবাদিক সহ অন্যদের।মুখ্যমন্ত্রী মিষ্টিকেনার পরেই আরও ক্রেতা বাড়তে থাকে এই দোকানে। এমনই দাবি করেন দোকান মালিক। মুখ্যমন্ত্রী মিষ্টি কেনার পর আবেগ ও উচ্ছ্বাসে ভাসছেন ওই দোকানের মালিক ও কর্মীরা।
আরও পড়ুন: গঙ্গার পাড়ে দারুণ জায়গা, করা যায় রুম-বুকও! প্রেমের মাসে সঙ্গীনিকে নিয়ে ঘুরে আসুন এই পার্ক থেকে
দোকানের মালিক বিপ্লব দাম বলেন, “রাত ৮টার পর মুখ্যমন্ত্রী কনভয় থেকে নেমে আমার দোকানে ঢুকেছিলেন। কোথায় মিষ্টি তৈরি হয়, কতজন কাজ করেন, এমন খুঁটিনাটি বিষয়ে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর ১৩ হাজার টাকার মিষ্টি কেনেন। তিনি এতটাই মানবিক, আমার দোকানে থাকা গুরুদেবের ছবি দেখে ভোগ কিনে নিবেদন করেছেন।” মুখ্যমন্ত্রীকে দেখতে উৎসাহী জনতা ও দলীয় কর্মীদের ভিড় উপচে পরে দোকানের সামনে।
—– সুস্মিতা গোস্বামী