১৮৯৭ সালের ২৬ জানুয়ারি শিকাগো মহাসম্মেলন সেরে দেশে ফিরে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা ঘুরে ১৫ ফেব্রুয়ারি তৎকালীন মাদ্রাজ থেকে জাহাজে চেপে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। ১৮ ফেব্রুয়ারি রাতে পৌঁছন বজবজ বন্দরে। সেখানে রাত্রিযাপন করার পর বিশেষ ট্রেনে চেপে পরদিন কলকাতায় ফিরেছিলেন স্বামীজি।
advertisement
শিয়ালদহ স্টেশনে তখন সংবর্ধনা জানাতে ভিড় জমিয়েছিলেন সকলেই। ১২৮ বছর আগে শিয়ালদহ স্টেশনের বাইরে এসে ঘোড়ার গাড়িতে উঠেছিলেন স্বামীজি। এক দল ছাত্র ঘোড়া সরিয়ে নিজেরাই গাড়ি টেনে নিয়ে যান।
আরও পড়ুন : পেশায় ডাক্তার, নেশায় কমিক্স স্রষ্টা! চিকিৎসক সায়নের ‘বঙ্কুবাবু’-র স্বীকৃতি বিশ্বমঞ্চে
সেই শোভাযাত্রা রিপন কলেজ (বর্তমান সুরেন্দ্রনাথ কলেজ), স্বামীজির বাড়ি, বলরাম মন্দির, বাগবাজার মায়ের বাড়ি, কাশীপুর উদ্যানবাটী-সহ স্বামী বিবেকানন্দের স্মৃতিবিজড়িত স্থান হয়ে পৌঁছয় আলমবাজার মঠে। প্রতিবছরের মত এবছরও একটি বিশেষ ট্রেন ছেড়ে যায় বজবজ থেকে শিয়ালদহের উদ্দেশে। আর তার সাক্ষী থাকে হাজার হাজার মানুষ।