Doctor Comics Artist: পেশায় ডাক্তার, নেশায় কমিক্স স্রষ্টা! চিকিৎসক সায়নের ‘বঙ্কুবাবু’-র স্বীকৃতি বিশ্বমঞ্চে

Last Updated:

Doctor Comics Artist:বাঁকুড়া জেলার একমাত্র মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট সঙ্গে চিকিৎসক এবং কমিকস লেখক ডঃ সায়ন পাল লিখেছেন একাধিক কমিকস।

+
বঙ্কু

বঙ্কু ডাক্তার

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: বাঁকুড়ার একজন চিকিৎসক, পেশায় চিকিৎসক কিন্তু নেশায় কমিক্স আর্টিস্ট। বাঁকুড়া জেলার একমাত্র মেডিক্যাল মাইক্রোবায়োলজিস্ট তথা চিকিৎসক এবং কমিক্স লেখক ডঃ সায়ন পাল লিখেছেন একাধিক কমিকস। ব্রাজিলের সাও পাওলোয় পিন্ডামনহাঙ্গাবা শহরের (Museu Histórico Pedagógico Dom Pedro Ie Dona Leopoldina নামের অতি প্রসিদ্ধ জাদুঘরে এক আন্তর্জাতিক কার্টুন ও ক্যারিকেচার প্রতিযোগিতায় প্রদর্শিত হয় বাঁকুড়ার এই শিল্পীর কাজ। সুনাম কুড়িয়েছেন বিদেশেও, গর্বিত করেছেন বাঁকুড়া জেলাকে। নিজের মুখ্য কাজের পাশাপাশি কীভাবে সম্ভব হয়েছে আপাত বিপরীত মেরুর এমন কাজ, সেটাই বললেন তিনি।
তাঁর তৈরি চরিত্রের নাম ” বঙ্কু ডাক্তার “। বাঁকুড়ার চিকিৎসক ডাঃ সায়ন পাল ” বঙ্কুডাক্তার ” চরিত্রটির উপর নিয়মিত কমিকস এঁকে চলেছেন একটি প্রখ্যাত বাংলা মাসিক পত্রিকায়। পেয়েছেন একাধিক রাজ্যস্তরীয় পুরস্কার। প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিক রাজ্যস্তরীয় “দিলীপ স্মৃতি” পুরস্কার পেয়েছেন পত্রভারতী প্রকাশনা থেকে। বাঁকুড়া শহরের লোকপুরের বাসিন্দা ডাঃ সায়ন পাল বাঁকুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন । তারপর বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ থেকে M.B.B.S এবং IPGMER থেকে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর MD ডিগ্রি অর্জন করেছেন। বিদ্যালয় থেকেই কমিক্সে আগ্রহী তিনি ।
advertisement
২০১৪ সালে পত্র ভারতী প্রকাশনা আয়োজিত রাজ্যব্যাপী নবীন কমিকস সাহিত্য প্রতিযোগিতায় সায়ন প্রথম স্থান লাভ করেন। ধীরে ধীরে “বঙ্কুডাক্তার” ছাড়াও সায়নের সৃষ্ট অন্যান্য কমিক্স চরিত্রগুলি হল পটলবাবু ( ওয়েব কমিকস ), কনস্টেবল মাখনলাল ( জলফড়িং) এবং উদয়পুরে হুলুস্থুলু ( অন্তরীপ)। সায়ন পালের কমিক্স-এর মাধ্যমে বার বার উঠে এসেছে বাঁকুড়া। এমনকি “বঙ্কু ডাক্তার” চরিত্রটি নিজে বাঁকুড়ার লোকপুরের বাসিন্দা। ৮ থেকে ৮০ প্রত্যেকেই পড়তে পারবেন এই কমিক্সগুলি। যেমন মাস্কপরা বঙ্কুডাক্তারে উঠে এসেছে covid 19 এর কথা।
advertisement
advertisement
আরও পড়ুন : বিদেশযাত্রার হাতছানি! নতুন জমি-বাড়ি-গাড়ি! মহাশিবরাত্রিতে ত্রিগ্রহী যোগের শুভ প্রভাবে সুপার জ্যাকপট ৩ রাশির কপালে
মানসিক অসুস্থতা, কর্মক্ষেত্রের চাপ ও হতাশার মতো বিষয়ও উঠে এসেছে তাঁর কমিক্সে। এভাবেই ডাঃ সায়ন পাল নিজের কমিক্সের মাধ্যমে তুলে ধরেন সামাজিক চিন্তা ধারা। বঙ্কু ডাক্তার ওরফে ডাক্তার সায়ন পালের কাজ আজকের নয়। স্কুল জীবন থেকে একটি প্যাশনকে তাড়া করতে করতে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাঁকুড়ার নাম উজ্জ্বল করেছেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Doctor Comics Artist: পেশায় ডাক্তার, নেশায় কমিক্স স্রষ্টা! চিকিৎসক সায়নের ‘বঙ্কুবাবু’-র স্বীকৃতি বিশ্বমঞ্চে
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement