সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘‘এগরার সাহাড়া অঞ্চলের খাদিকুলে, যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানকার নিরীহ গ্রামবাসীদের উপর পুলিশের অত্যাচার অব্যাহত। গোটা গ্রাম পুরুষ শূন্য। শুধু তাই নয়, ঘটনার দিন এগরার আইসি কে যারা হেনস্থা করেছিল, পুলিশ তাঁদের না ধরে নিরপরাধ চারজনকে গ্রেফতার করেছে। তার মধ্যে একজন আবার এগরা থানার আইসিকে বিক্ষোভস্থল থেকে বের করে এনেছিলেন তিনিও রয়েছেন। একজন তো আবার ঘটনার দিন সেখানে উপস্থিতই ছিলেন না।’’
advertisement
নিরপরাধ গ্রামবাসীদের এই হয়রানি বন্ধ করার আবেদন নিয়ে এদিন তিনি এগরা থানার আইসির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে জানান শুভেন্দু। শুভেন্দু অধিকারী তাঁর দীর্ঘ পোস্টে আরও লিখেছেন, ‘‘আইসি থানায় ছিলেন না, তাই ডিউটি অফিসারের সঙ্গে কথা বলে গ্রামবাসীদের উপর হওয়া এই ধরনের হয়রানি বন্ধ করার কথা জানালাম।’’
শুভেন্দু জানান, এই অঞ্চল মূলত কৃষিপ্রধান, অনেকের বোরো ধান এখন মাঠেই পড়ে আছে, এটা বাদাম তোলার সময়, যার চাষ এখানে হয়ে থাকে। গ্রামবাসীরা পুলিশের অত্যাচারে নিজেদের ফসলটুকুও তুলতে পারছেন না। বিরোধী দলনেতাযর কথায়, তিনি থানার ডিউটি অফিসারকে বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলি জানাতে৷ যাতে অবিলম্বে এই সমস্যার সমাধান করা যায় এবং গ্রামে শান্তি ফিরে আসে। তেমনটা না হলে আগামী দিনে বিজেপি বৃহৎ আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু।
আরও পড়ুন: কেবলমাত্র পরিবারের পাশে থাকার আশ্বাসই নয়! বড় কাজ করলেন শুভেন্দু অধিকারী
গত সপ্তাহে এগরা ১ নম্বর ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রামে অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে রাস্তায় ছড়িয়ে পড়ে একাধিক মৃতদেহ। দেহগুলি আগুনে সম্পূর্ণ ঝলসে গিয়েছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এই ঘটনায় মূল অভিযুক্ত ভানু বাগ সহ কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে৷
ভেঙ্কটেশ্বর লাহিড়ী