চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে জেলায় জেলায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করতে শুরু করে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে আজকের সভাস্থল রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। সরকারের বিভিন্ন বেনিয়ম থেকে শাসকদলের দুর্নীতির অভিযোগ নিয়ে বারবারই সরব হন শুভেন্দু। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু।
advertisement
জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হতেই তাঁকে নিশানা করে একের পর এক চাঞ্চল্যকর দাবি করেন শুভেন্দু অধিকারী। আর এবার তার গড়েই আজ, মঙ্গলবার শুভেন্দু অধিকারীর সভাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। দেগঙ্গা থেকে আজ কি বার্তা দেন বিরোধী দলনেতা সেদিকেই এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। যে এলাকায় আজ শুভেন্দুর সভা সেই এলাকাটি সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল হিসেবেই পরিচিত। ফলে আজকের সভা থেকে বিরোধী দলনেতা সংখ্যালঘুদেরও কোনও বার্তা দেন কিনা সেদিকেও নজর থাকবে।