রাজ্য–রাজনীতিতে তারিখের কথা বলে চমকে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২২ সালের নভেম্বর মাসে শুভেন্দু অধিকারী তিনটি তারিখ দিয়েছিলেন। বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক জানিয়েছিলেন, ১২, ১৪ এবং ২১ ডিসেম্বরের কথা। "এই তিনটে তারিখ খুবই গুরুত্বপূর্ণ। দেখতে থাকুন।" ওয়েট অ্যান্ড ওয়াচের কথাও বলেছিলেন শুভেন্দু।
আরও পড়ুন: প্রেমের টানে বীরভূম থেকে কাকদ্বীপে গৃহবধূ! 'পরকীয়া' ঘিরে তোলপাড় কুলপি! গ্রেফতার ১৯
advertisement
এরপর শুভেন্দুর ডেটলাইন ছিল ১৩ জানুয়ারি। হাজরার সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে বলেছিলেন,'ধেড়ে ইঁদুর ধরা পড়বে। ১২ ডিসেম্বরটা ১৩ জানুয়ারি হবে। কিন্তু ১৪ ফেব্রুয়ারি হবে না'। কিন্ত এই ডেটলাইনও অতিক্রান্ত। বঙ্গ রাজনীতিতে সেরকম কোনও 'ধামাকা' নজরে আসেনি।
আরও পড়ুন: টাকা না ভালোবাসা...? কোনটি জীবনে সবচেয়ে বেশি চায় মানুষ? গবেষণায় 'ফাঁস' চমকে দেওয়া উত্তর!
এবার শুভেন্দু অধিকারীর একটি বক্তব্যকে কেন্দ্র করে ফের ডেটলাইন জল্পনা। মঙ্গলবার নন্দীগ্রাম দিবসের শহিদ স্মরণ অনুষ্ঠানে গোকুলনগর শহিদ বেদীতে মাল্যদান পর্ব শেষ করে বক্তব্য রাখার সময় নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, মমতা -অভিষেককে নিশানা করে এও বলেন,' আগামী বছর ১৪ই মার্চ ২০২৪ আবার এখানে দেখা হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের কথায়, সুপ্রিম কোর্টের ওয়েব সাইট মোতাবেক আজ, ১৪ই মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি মামলার পরিপ্রেক্ষিতে অভিষেকের আবেদনের শুনানির কথা ছিল। কিন্তু সেই শুনানির দিনও পিছিয়ে যায়। আর এদিনই তাৎপর্যপূর্ণভাবে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে নিজের বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে নয়া 'ডেটলাইন' দিলেন শুভেন্দু অধিকারী'।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী