ভোটের পরে নন্দীগ্রামের বেশ কয়েকটি জায়গায় তৃণমূল কর্মীদের উপরে বিজেপির হামলার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “এসব বন্ধ করতে হবে। একটা জায়গায় আমাদের লোকেরা যুক্ত ছিল। তাদেরকে বলেছি, একদম এসব করা যাবে না। আমরা তৃণমূলের মতো অসভ্য বর্বর দল নই। যে করবে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে পার্টি থেকে বের করে দেব।”
advertisement
আরও পড়ুন: বড় খবর! কারা ফিরবেন তৃণমূলে? অভিষেকের নির্দেশ মনে করিয়ে স্পষ্ট করলেন কুণাল
তিনি আরও বলেন, ”ভোট মিটে গিয়েছে। নন্দীগ্রামের সকল জনগণই আমাদের জনগণ। আমি সমস্ত জনগণের বিধায়ক। কোন পার্টির বিধায়ক নই। এখানে কোন লোকের সাথে কোন খারাপ আচরণ আমার সাথীরা করলে তাকে আমি প্রথমে সতর্ক করব, তারপর তার সঙ্গে সম্পর্ক বিছিন্ন করব। তারপর তাকে আইনের দ্বারস্থ হতে বলব।
আরও পড়ুন: ভোট মিটতেই ‘আসল’ চেহারায় নন্দীগ্রাম! তৃণমূলী মহিলার সঙ্গে যা ঘটল, লজ্জার শেষ নেই
পঞ্চায়েত ভোটের পর দলীয় নেতাদের নিয়ে বৈঠক শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই কথা বলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।