চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই অভিযোগ প্রমাণের জন্য পাল্টা অভিষেককে নতুন চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী৷ এ দিন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সভা থেকে শুভেন্দুর তাৎপর্যপূর্ণ ভাবে বলেন, এই অডিও ক্লিপের দাবি সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠির মতোই সাজানো হতে পারে৷
গতকাল ইডি অফিস থেকে বেরিযে অভিষেক বলেছিলেন, 'কয়লা কাণ্ডে দ্বীপরাষ্ট্রে পালিয়ে যাওয়া ফেরার অভিযুক্তের সঙ্গে আট মাস আগে শুভেন্দু অধিকারীর ফোনে কথা হয়েছে৷ শুভেন্দু অধিকারী তাকে বলেছিলেন, তোমার কেসটা আমি দেখে দেবো৷ আমি যদি মিথ্যে কথা বলি, শুভেন্দু অধিকারী আমার নামে আদালতে মামলা করুক৷ আমি বিচারপতির সামনে অডিও ক্লিপ প্রমাণ হিসেবে রেখে দেব৷'
advertisement
আরও পড়ুন: একমাত্র মুখ মমতাই, 'নতুন তৃণমূল' বিতর্কে ইতি টানলেন অভিষেক
এ দিন অভিষেকের চ্যালেঞ্জের জবাবে শুভেন্দু বলেন, 'আপনি বলেছেন অডিও আছে৷ অডিও আপনি প্রকাশ করুন৷ আমার কোনও সমস্যা নেই৷ আপনাকে অডিও ক্লিপের সাথে সাথে শুভেন্দু অধিকারীর ৯৭৩৩০৬৪৫৯৫ নম্বরটাও প্রকাশ করতে হবে৷ যদিও না পারেন, তাহলে ধরে নেবো সুদীপ্ত সেনের চিঠির মতো এটাও কাউকে দিয়ে গলা নকল করিয়ে বাজার গরম করার জন্য আপনি তৈরি করে রেখেছেন৷ ' একই সঙ্গে শুভেন্দুর হুঁশিয়ারি, 'আমি সিপিএমকে উৎখাত করেছি৷ আপনার পিসিকে আর আপনাকেও উৎখাত করব৷'
যদিও শুভেন্দুর এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল৷ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'শুভেন্দু অধিকারী তো ফোনে কথা বলার বিষয়টি অস্বীকার করলেন না৷ ওনার যদি মনে হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে মামলা করুন না৷'
সহ প্রতিবেদন: সুকান্ত চক্রবর্তী