TRENDING:

Suvendu Adhikari: 'পা ধরিয়ে ছাড়ব', হলদিয়ায় পুলিশকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর! পাল্টা কটাক্ষ তৃণমূলের

Last Updated:

হলদিয়া পুরসভার দুর্নীতি মামলায় কয়েক দিন আগেই সত্যব্রত দাস নামে হলদিয়ার প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হলদিয়া: পুলিশকে দিয়েই গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলরের পা ধরাবেন৷ কালী পুজোর অনুষ্ঠানে অংশ নিয়ে হলদিয়ায় এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বিরোধী দলনেতার এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক- বিরোধী চাপানউতোর৷
হলদিয়ায় শুভেন্দু অধিকারী৷
হলদিয়ায় শুভেন্দু অধিকারী৷
advertisement

হলদিয়া পুরসভার দুর্নীতি মামলায় কয়েক দিন আগেই সত্যব্রত দাস নামে হলদিয়ার প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ৷ সত্যব্রত দাস নামে ওই প্রাক্তন কাউন্সিলর শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেই পরিচিত৷

সত্যব্রত দাস গ্রেফতার হওয়ার পর তাঁর আইনজীবী আদালতে অভিযোগ করেন, গ্রেফতারের পর সত্যব্রত দাসকে মারধর করেছে পুলিশ৷

আরও পড়ুন: পার্থর ওয়ার্ডেই মানিক, মানিকের ‘সৌজন্যে’ সাড়া দিলেন না পার্থ

advertisement

মঙ্গলবার হলদিয়ার সুতাহাটায় একটি কালীপুজোর অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু অধিকারী৷ সেখানেই তিনি বলেন, 'শুনে রাখুন পুলিশ বাবা, যে হাত দিয়ে স্বপন দাসের(গ্রেপ্তার হওয়া প্রাক্তন কাউন্সিলর সত্যব্রত দাসের ডাক নাম) কানে আপনি মেরেছেন, ওই দুটো হাত দিয়ে আমি শুভেন্দু অধিকারী স্বপন দাসের পা যদি ধরাতে না পারি, তবে আমার নাম শুভেন্দু অধিকারী নয়।হুঁশিয়ারীর সুরে আজ তিনি বলেন, আমি এটা প্রকাশ্য স্থানে মায়ের মূর্তিকে সাক্ষী রেখে বলে গেলাম। যদি না কানে চড় মারা পুলিশের দুটো হাত স্বপন দাসের পায়ে ধরাতে পারি তবে আমার নাম শুভেন্দু অধিকারী নয়।'

advertisement

কটাক্ষ করে শুভেন্দু অধিকারী আরও বলেন, 'মানুষ নেই এই সরকারের সঙ্গে। আছে পুলিশ বাবা। তবে পুলিশ বাবাও এদের বাঁচাতে পারবেনা।'

আরও পড়ুন: পঞ্চায়েত ভোট রাজ্য পুলিশ দিয়ে করালে আদালতে যাওয়ার হুঁশিয়ারিতে এক সুর দিলীপ-সুকান্ত-শুভেন্দুর

যদিও শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷ শুভেন্দুকে পাল্টা কটাক্ষ করে তিনি বলেন, 'নিজে বাঁচতে বিজেপি-তে যোগ দিয়েছেন৷ পুলিশ পুলিশের কাজই করছে৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

হলদিয়ার প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতারি প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ এ দিন বলেন, 'পুলিশ যে কী করছে তা আমরা জানি। সিবিআই- এর পাল্টা সিআইডিকে দিয়ে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা। কেউ অন্যায় করলে তা বিচার করার জন্য তো আদালত আছে।'

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: 'পা ধরিয়ে ছাড়ব', হলদিয়ায় পুলিশকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর! পাল্টা কটাক্ষ তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল