হলদিয়া পুরসভার দুর্নীতি মামলায় কয়েক দিন আগেই সত্যব্রত দাস নামে হলদিয়ার প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ৷ সত্যব্রত দাস নামে ওই প্রাক্তন কাউন্সিলর শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেই পরিচিত৷
সত্যব্রত দাস গ্রেফতার হওয়ার পর তাঁর আইনজীবী আদালতে অভিযোগ করেন, গ্রেফতারের পর সত্যব্রত দাসকে মারধর করেছে পুলিশ৷
আরও পড়ুন: পার্থর ওয়ার্ডেই মানিক, মানিকের ‘সৌজন্যে’ সাড়া দিলেন না পার্থ
advertisement
মঙ্গলবার হলদিয়ার সুতাহাটায় একটি কালীপুজোর অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু অধিকারী৷ সেখানেই তিনি বলেন, 'শুনে রাখুন পুলিশ বাবা, যে হাত দিয়ে স্বপন দাসের(গ্রেপ্তার হওয়া প্রাক্তন কাউন্সিলর সত্যব্রত দাসের ডাক নাম) কানে আপনি মেরেছেন, ওই দুটো হাত দিয়ে আমি শুভেন্দু অধিকারী স্বপন দাসের পা যদি ধরাতে না পারি, তবে আমার নাম শুভেন্দু অধিকারী নয়।হুঁশিয়ারীর সুরে আজ তিনি বলেন, আমি এটা প্রকাশ্য স্থানে মায়ের মূর্তিকে সাক্ষী রেখে বলে গেলাম। যদি না কানে চড় মারা পুলিশের দুটো হাত স্বপন দাসের পায়ে ধরাতে পারি তবে আমার নাম শুভেন্দু অধিকারী নয়।'
কটাক্ষ করে শুভেন্দু অধিকারী আরও বলেন, 'মানুষ নেই এই সরকারের সঙ্গে। আছে পুলিশ বাবা। তবে পুলিশ বাবাও এদের বাঁচাতে পারবেনা।'
আরও পড়ুন: পঞ্চায়েত ভোট রাজ্য পুলিশ দিয়ে করালে আদালতে যাওয়ার হুঁশিয়ারিতে এক সুর দিলীপ-সুকান্ত-শুভেন্দুর
যদিও শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷ শুভেন্দুকে পাল্টা কটাক্ষ করে তিনি বলেন, 'নিজে বাঁচতে বিজেপি-তে যোগ দিয়েছেন৷ পুলিশ পুলিশের কাজই করছে৷'
হলদিয়ার প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতারি প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ এ দিন বলেন, 'পুলিশ যে কী করছে তা আমরা জানি। সিবিআই- এর পাল্টা সিআইডিকে দিয়ে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা। কেউ অন্যায় করলে তা বিচার করার জন্য তো আদালত আছে।'