পার্থর ওয়ার্ডেই মানিক, মানিকের ‘সৌজন্যে’ সাড়া দিলেন না পার্থ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
এদিন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া মানিক পার্থ চট্টোপাধ্যায়ের সামনে দিয়েই পয়লা বাইশ ওয়ার্ডে যাচ্ছিলেন। তখনই সৌজন্যবশত পার্থকে ডাকেন তিনি, কিন্তু কোনও সাড়া দিলেন না পার্থ।
# কলকাতা: জেলের ভিতর মানিকের ডাকে সাড়া দিলেন না পার্থ! মঙ্গলবারই আদালতে জামিনের আর্জি খারিজ হয়ে গেল প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের! ২৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই থাকছেন মানিক। পার্থ চট্টোপাধ্যায়ের মতোই প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ডেই স্থান হল মাণিক ভট্টাচার্যর। পার্থ চট্টোপাধ্যায়ের সেলের কাছেই থাকবেন তিনি। এদিন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া মানিক পার্থ চট্টোপাধ্যায়ের সামনে দিয়েই পয়লা বাইশ ওয়ার্ডে যাচ্ছিলেন। তখনই সৌজন্যবশত পার্থকে ডাকেন তিনি, কিন্তু কোনও সাড়া দিলেন না পার্থ।
আদালতে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মৃত ব্যক্তির সঙ্গে মানিকের স্ত্রীর যৌথ অ্যাকাউন্ট কেন ছিল? প্রশ্ন তোলে ইডি। ৬ বছর আগে মৃতের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট মানিকপত্নীর, সেখানে ৩ কোটি টাকা। পাশাপাশি, মানিক-আত্মীয়দের থেকে ১০ কোটির হদিশ ED-র। উদ্ধার হওয়া সিডিতে ৪ হাজার প্রার্থীর তালিকা মিলেছে। সিডিবন্দি তালিকার ২৫০০ জনকে চাকরি দেওয়ার দাবি করেছিল মানিক ভট্টাচার্য, DLED রেজিস্ট্রেশনে ছাত্র প্রতি ৫ হাজার টাকা নিতেন মানিক, এমনটাই দাবি ইডি-র।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 25, 2022 6:58 PM IST