TRENDING:

Tapasi Mondal Suvendu Adhikari: মামাকে দিয়ে হারিয়েছিলেন শুভেন্দু, কী হয়েছিল হলদিয়ায়? দল বদল করে এবার জবাব দিতে চান তাপসী

Last Updated:

তাপসী মণ্ডল এবং শুভেন্দু অধিকারীর মধ্যে এই রাজনৈতিক সংঘাত নতুন নয়৷ যদিও ২০২০ সালে শুভেন্দুর হাত ধরেই দলবদল করে সিপিএম ছেড়ে বিজেপি-তে যোগ দেন তাপসী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হলদিয়া: গতকালই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল৷ দল বদলের পরই ২০২৬ সালে হলদিয়ায় প্রার্থী হলে তাপসীকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ পাল্টা জবাব দিয়েছেন তাপসী মণ্ডলও৷
তাপসী মণ্ডল ও শুভেন্দু অধিকারী৷
তাপসী মণ্ডল ও শুভেন্দু অধিকারী৷
advertisement

তাপসী মণ্ডল এবং শুভেন্দু অধিকারীর মধ্যে এই রাজনৈতিক সংঘাত অবশ্য নতুন নয়৷ যদিও ২০২০ সালে শুভেন্দুর হাত ধরেই দলবদল করে সিপিএম ছেড়ে বিজেপি-তে যোগ দেন তাপসী৷ কিন্তু তারও আগে শুভেন্দুর চালে পুরভোটে হারের মুখ দেখতে হয়েছিল তাপসীকে৷

২০১৬ সালে সিপিএমের বিধায়ক হওয়ার আগে হলদিয়া পুরসভার কাউন্সিলর ছিলেন তাপসী মণ্ডল৷ কিন্তু ২০১৭ সালের পুরভোটে তৃণমূল প্রার্থীর কাছে হারতে হয়েছিল তাঁকেকে৷ শুভেন্দু অধিকারী তখন ছিলেন তৃণমূলে৷ এলাকার বিধায়ক হলেও সেবারের পুরভোটে ফের কাউন্সিলর হওয়ার লড়াইয়ে নেমেছিলেন তাপসী৷ কিন্তু তাপসীর মামাকেই তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেন শুভেন্দু অধিকারী৷ শেষ পর্যন্ত নিজের মামা প্রশান্ত দাসের কাছে হার স্বীকার করতে হয় তাপসী মণ্ডলকে৷

advertisement

তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার পর মনে করা হচ্ছে আগামী বছর হলদিয়া থেকে তাঁকেই প্রার্থী করবে শাসক দল৷ তাই গতকাল তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার পর ২০১৭ সালের সেই পুরভোটের কথা মনে করিয়েছেন শুভেন্দু অধিকারী৷ বিরোধী দলনেতা বলেন, ‘২০১৭ সালে পুরভোটে ওঁকে হারিয়েছিলাম৷ আবারও হারাবো৷’ পাল্টা তাপসী বলেছেন, ‘দল যদি আমাকে শেষ পর্যন্ত প্রার্থী করে তাহলে দলের মুখরক্ষার দায়িত্ব আমার৷ সময় সব জবাব দেবে৷ মানুষ চাইলে আমি থাকব, মানুষ না চাইলে তো থাকতে পারব না৷’ দল ছাড়ার জন্য সরাসরি শুভেন্দু অধিকারীর দিকেই আঙুল তুলেছেন তাপসী মণ্ডল৷ হলদিয়ার বিধায়কের অভিযোগ, ‘উনি কাউকেই যোগ্য সম্মান দেন না৷ প্রয়োজন মিটে গেলে ছুড়ে ফেলে দেন৷ আগের দলেও তাই করেছেন৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

তাপসী মণ্ডলের দলবদলের পরই হলদিয়া নিয়ে সক্রিয় হয়েছেন শুভেন্দু অধিকারী৷ কারণ তাঁর নিজের গড়ে বিজেপির বিধায়ককে নিজেদের দলে টেনে শাসক দল বড় ধাক্কা দিয়েছে বলেই রাজনৈতিক মহলের মত৷ তাপসী মণ্ডলের দলত্যাগের পর দলীয় কর্মীদের প্রতিক্রিয়া কী, তা জানতেই আগামী বৃহস্পতিবার হলদিয়ায় সভা করবেন বিরোধী দলনেতা৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tapasi Mondal Suvendu Adhikari: মামাকে দিয়ে হারিয়েছিলেন শুভেন্দু, কী হয়েছিল হলদিয়ায়? দল বদল করে এবার জবাব দিতে চান তাপসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল