রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই তলব বলে দাবি করে শুভেন্দু অধিকারী বলেন,’ তৃণমূল ভয় পেয়েছে। নৈহাটি বিধানসভা উপনির্বাচনের ঠিক আগের দিন আগামী ১২ নভেম্বর অর্জুন সিংকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ভবানী ভবনে ডাকা হয়েছে। আরজিকর ইস্যুতে রাত জাগা কর্মসূচিতে নৈহাটিতে যাঁরা প্রতিবাদ করেছিলেন তাঁরা আক্রান্ত হয়েছিলেন। তৃণমূলের সাথে মানুষ নেই। তৃণমূল এতটাই ভয় পেয়ে গিয়েছে যে, যে কোনও ভাবে শাসক দল গাজোয়ারি করে নৈহাটি নির্বাচনে জিততে চাইছে।
advertisement
আরও পড়ুনঃ স্বামী-স্ত্রীর ঝগড়া মেটাতে ডাক! তারাপীঠে বধূকে গণধর্ষণে অভিযুক্ত ২ নাবালক-সহ ৩, লজ্জায় মাথা হেঁট
নিজের সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী কটাক্ষের সুরে বলেন, ‘কয়লা পরিষ্কার করতে দুধ ব্যবহার করলেও যেমন কয়লা পরিষ্কার হয় না, ঠিক তেমনই আরজিকর ঘটনা থেকে শিক্ষা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পুলিশের কোনও পরিবর্তন হয়নি।’ বিজেপি নেতা অর্জুন সিংয়ের জগদ্দলের বাড়ির ঠিকানায় সিআইডির তরফে ইস্যু করা যে তলব নোটিশ ভাইরাল হয়েছে সেই নোটিসের কপিও প্রকাশ্যে এনেছেন শুভেন্দু অধিকারী। যেখানে দেখা যাচ্ছে নোটিশের একেবারে শেষে ব্যারাকপুরের ডিডিআইয়ের স্বাক্ষরিত অর্জুন সিংকে ভবানী ভবনে আগামী ১২ নভেম্বর হাজিরা হওয়ার যে চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসমক্ষে এনেছেন সেই চিঠির তারিখ ৫ নভেম্বরের। যদিও সেই হাজিরা নোটিশ অর্জুন সিংয়ের কাছে পৌঁছেছে তার ঠিক আগের দিন ৪ নভেম্বর বলে দাবি বিরোধী দলনেতার।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী