Bollywood Gossip: বাজিগরে অভিনয় করলে 'তিনি'ই হতেন বাদশাহ? লাস্ট মিনিটে নোংরা খেলা, প্রতারণা! হারিয়েই গেলেন এই অভিনেতা! বলুন তো কে তিনি?
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bollywood Gossip: ১৯৯৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া 'বাজিগর' ছবিটি বক্স অফিসে হৈচৈ ফেলে দিয়েছিল। সেই বছরের চতুর্থ সর্বোচ্চ আয়কারী ছবিও হয়ে ওঠে বাজিগর। এই ছবিই শাহরুখকে বলিউডে 'বাদশাহ' বানিয়ে দেয়।
advertisement
advertisement
*১৯৯৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া 'বাজিগর' ছবিটি বক্স অফিসে হৈচৈ ফেলে দিয়েছিল। সেই বছরের চতুর্থ সর্বোচ্চ আয়কারী ছবিও হয়ে ওঠে বাজিগর। এই ছবিই শাহরুখকে বলিউডে 'বাদশাহ' বানিয়ে দেয়। পাশাপাশি, শাহরুখের আরও একটি সিনেমা 'ডর'ও সেই বছরই মুক্তি পায় এবং বক্স অফিসে দারুনভাবে সাড়া ফেলে দেয়। ছবিটি সেই বছরের তৃতীয় সর্বোচ্চ উপার্জনকারী চলচ্চিত্র হয়ে ওঠে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*তিনি বলেন, পরিচালক আব্বাস মাস্তানকে বাজিগর চলচ্চিত্রের পরামর্শ দিয়েছিলেন তিনি। বিশেষ কথোপকথনে দীপক তিজোরি বলেন, 'আমি A Kiss Before Dying নামে একটি সিনেমা দেখেছিলাম। এরপর সেই গল্প বলি। সেই সময়, কপি রাইটের ইস্যু এত স্ট্রং ছিল না, স্টুডিও সিস্টেমটি কার্যকর হয়নি। সুতরাং, বেশিরভাগ চলচ্চিত্র হলিউড থেকেই অনুপ্রাণিত হয়ে বানানো হত। তাই আমি আব্বাস মাস্তানকে বলেছিলাম, এই সিনেমা হলে খলনায়কের ভূমিকায় আমি অভিনয় করব। সংগৃহীত ছবি।
advertisement
*দীপক তিজোরি বলেন, তিনি প্রযোজক পহলাজ নিহালনির সঙ্গে দেখা করেছিলেন যিনি ছবিটি প্রযোজনা করতে প্রস্তুত ছিলেন এবং সবকিছু চূড়ান্ত হচ্ছিল, যখন একদিন নিহালনি তিজোরিকে ডেকে বলেন গল্পে রয়েছে 'টুইস্ট'। পহেলাজ জি বলেন, আব্বাস মস্তান একই ছবির জন্য ভেনাসের সঙ্গে আলোচনা করেন। এবং শাহরুখকে লিড রোল দেওয়া হবে, এই অর্থেই চুক্তি সাক্ষ্র হয়। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*আব্বাস মাস্তানও তাঁকে জানান, তিনি শাহরুখকে প্রধান চরিত্রে কাস্ট করবেন, কারণ চুক্তি সই হয়েছে সেই মর্মে। পরে যদি পিছিয়ে যান, তাহলে সেটা কেরিয়ার নিয়ে প্রশ্ন হয়ে দাঁড়াবে। তিনি বলেন, আমার সঙ্গে আরও কোনও ছবিতে কাজ করবেন বলে তখন কথা দিয়েছিলেন, কিন্তু আমি তখন জানতাম না যে 'আমরা একসঙ্গে কাজ করব' এটা একেবারেই মিথ্যা ছিল। এটা শুধু বলার জন্য বলা হয়েছিল সেদিন আমায়। সংগৃহীত ছবি।