TRENDING:

Suvendu Adhikari: ‘সিপিএমের অনেক নেতার সঙ্গে কথা হয়েছে', খেজুরি থেকে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

Last Updated:

Suvendu Adhikari: খেজুরিতে রাজনৈতিক সমীকরণ নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খেজুরি: খেজুরিতে রাজনৈতিক সমীকরণ নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তিনি সিপিএমকে কার্যত টেনে আনলেন স্থানীয় রাজনীতির মানচিত্রে, বললেন, ‘সিপিএমের অনেক বলিষ্ঠ নেতা বাড়িতে বসে আছেন, তাঁদের সঙ্গে আমার কথা হয়েছিল৷ দুটো ব্লকে তাঁরা আমার সঙ্গে কথা বলেছেন৷ আমি এই প্রবীণ নেতাদেরও আগামী লোকসভার আগে বিজেপির পক্ষে মাঠে নামাবো। আমার সঙ্গে সকলের কথা হয়েছে।’
advertisement

তিনি জায়গা উল্লেখ করে বলেন, ‘বারাতলা, নিজকসবা, কামারদা, কলাগাছিয়া, টিকাশি, বীরবন্দর, লাখি-সব জায়গায় যাঁরা সিনিয়র লিডার বসে আছেন, সিপিআইএম একটা সময় করতেন৷ জোরদার জমিদারের বিরুদ্ধে তারা লড়াই করে ভাগচাষী বর্গাদার পাট্টাদারের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। তাঁদের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা আমাদের সঙ্গে লোকসভার আগে নামবেন। আমি আপনাদেরকে একেবারে চৌকিদারের মতো পাহারা দেব। মিথ্যা মামলা হলে প্রটেকশন দেবো। আপনাদের মাথা থেকে রক্ত পড়লে আমি এসে রক্ত মুছিয়ে দেব। অত্যাচার হলে রাত্রি হলেও পাবো। আমি শুধু একটা জিনিস চাই। লোকসভা নির্বাচনে আপনারা শান্তনুকে জিতিয়েছেন কত ভোটে,৩০ হাজারের কাছাকাছি তাইতো? ১৯ হাজার ভোটে। লোকসভাতে ৫০ হাজার ভোট লিড দিতে হবে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তিনটি উপাচারে পুজো হয় জাগ্রত এই কালী মন্দিরে, কোথায় আছে এই মন্দির জানেন?
আরও দেখুন

এছাড়াও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতিকে মুখ্যমন্ত্রী প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, কোন দলের অধীর চৌধুরী বলছেন মানে কোন দলের কংগ্রেসের অধীর চৌধুরী তো কংগ্রেসের মালিক নন কংগ্রেসের মালিক সনিয়া গান্ধি, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতিনিয়ত সম্পর্ক রাখেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনবার কফি আর বিরিয়ানি খেয়েছেন গত দু’মাসে, পাটনাতে ব্যাঙ্গালোরে,মুম্বাইতে। অতএব সনিয়া কংগ্রেসের অরিজিনাল মালিক মল্লিকার্জুন খাড়গে বা অধীর চৌধুরী নন, এরা হচ্ছে সব পুতুল। তো এদের কথায় রিয়াক্ট করার মানে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করা ছাড়া অন্য কিছু নয়।’

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: ‘সিপিএমের অনেক নেতার সঙ্গে কথা হয়েছে', খেজুরি থেকে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল