পুজো বলতে এতদিন এই বাড়িতে মহা ধুমধামেই মা লক্ষ্মীর পুজো হয়ে এসেছে। এবারই প্রথম জগদ্ধাত্রীর আয়োজন। নিয়ম রীতি মেনে সেই পুজো চলছে শিশির-শুভেন্দু অধিকারীদের বাড়ি চত্বরেই। শান্তিকুঞ্জের সামনের ক্যাম্পাসেই ছোটো করে মন্ডপ গড়েই চলছে জগদ্ধাত্রী মায়ের আরাধনা। বাড়ির বড় সদস্য, শান্তিকুঞ্জের কর্তা সাংসদ শিশির অধিকারী নিজেই পুজোর আয়োজনের লক্ষ্য নজর রেখেছেন।
advertisement
আরও পড়ুন: আগরতলা থেকে ৫০ কিমি দূরে কুণাল ঘোষকে জেরা, ভাষণে 'আপত্তিকর' মন্তব্যের অভিযোগ
কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সেভাবে আমন্ত্রণ জানানো হয়নি। তবে তারই মধ্যে অধিকারী বাড়ির জগদ্ধাত্রী পুজোকে ঘিরে অনেক উৎসাহীদেরই শান্তিকুঞ্জ প্রাঙ্গণে হাজির হতে দেখা যাচ্ছে। বাড়ির কর্তা সাংসদ শিশির অধিকারীর কথায়, ''করোনার হাত থেকে মানুষকে বাঁচানোর আর্তি জানিয়েই এবারই প্রথমবার জগদ্ধাত্রী পুজো আয়োজনে ব্রতী হয়েছি। পুজো আয়োজনে আড়ম্বর ছেড়ে নিয়মনিষ্ঠায় জোর দেওয়া হয়েছে।''
আরও পড়ুন: নন্দীগ্রাম মামলা কি ভিন রাজ্যে? মমতা-শুভেন্দু দ্বৈরথে সব নজর ১৫ নভেম্বরের দিকে
জানা গিয়েছে, এর আগে কাঁথির শান্তিকুঞ্জে বছরের পর বছর ধরে মা লক্ষ্মীর আরাধনা হয়ে এসেছে। কাঁথির ক্যানেল পাড় লাগোয়া ভবতারিণী মন্দিরে কালী পুজোতে শিশির অধিকারীর সক্রিয় অংশগ্রহণও বছর বছর ধরে চলে আসছে। লক্ষ্মী ও কালীর পর এবার জগদ্ধাত্রী। প্রথম বারের সেই জগদ্ধাত্রী পুজো আয়োজন ঘিরে জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। নিজের বিধানসভা এলাকা নন্দীগ্রামের জগদ্ধাত্রী পুজো আয়োজনে যোগ দিতে যাওয়ার আগে আগেই আজ তিনি বাড়ির জগদ্ধাত্রী পুজোয় পুষ্পাঞ্জলিও দিয়ে গেছেন। জানা গিয়েছে, কোভিড বিধি মেনে শান্তিকুঞ্জের জগদ্ধাত্রী পুজোয় ভোগেরও আয়োজন করা হবে।