TRENDING:

Suvendu Adhikari: তৃণমূলের 'নিরুদ্দেশ' কার্টুন ব্যানার প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির শুভেন্দু! যা বললেন বিরোধী দলনেতা

Last Updated:

Suvendu Adhikari: বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমানের ডি ভি সি মোড়ের কাছে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি জানান, দশ দশ বার পুলিশের সঙ্গে সভার অনুমতির জন্য চিঠির আদান প্রদান হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: 'কোনও টাকা না খরচ করেই যে এত পাবলিসিটি পাব তা ভাবতে পারিনি।' তাঁর নামে হোর্ডিং প্রসঙ্গে এই মন্তব্যই করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের আই টি সেলের পক্ষ থেকে একটি কার্টুন-সহ নিরুদ্দেশ হোডিং দেওয়া হয়েছিল বর্ধমান ও রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায়। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই হোডিং টাঙানো হয়। এই হোডিং প্রসঙ্গ এখন আলোড়ন ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। ঠিক সেই সময় এই বিষয় নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী
advertisement

বৃহস্পতিবার বর্ধমানের দেওয়ানদিঘী থানার কলিগ্রামে সভা করার কথা ছিল বিজেপির। সেই সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু পুলিশ নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সেই সভার অনুমোদন বাতিল করে দেয়। সভা বাতিল হলেও তিনি বর্ধমানে যাবেন বলে কলকাতায় ঘোষণা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেইমতো বর্ধমানে পৌঁছন তিনি।

advertisement

আরও পড়ুন: ওমিক্রনের BF.7 ভ্যারিয়্যান্ট ভয়ঙ্কর সংক্রামক! করোনা নিয়ন্ত্রণে দেশকে 'দুই' পরামর্শ মোদির

বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমানের ডি ভি সি মোড়ের কাছে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে তিনি জানান, দশ দশ বার পুলিশের সঙ্গে সভার অনুমতির জন্য চিঠির আদান প্রদান হয়েছে। প্রতিক্ষেত্রেই নিরাপত্তার কারণ দেখিয়ে সভা বাতিলের কথা জানিয়েছে পুলিশ প্রশাসন।

advertisement

আরও পড়ুন: 'মানুষ কি উৎসব পালন করবে না?' গঙ্গাসাগর থেকে বড়দিন পালন নিয়ে 'বড়' বার্তা মমতার

সেখানেই কার্টুন ব্যানারের প্রশ্ন ওঠে। বর্ধমানে বিভিন্ন জায়গায় তাঁর কার্টুন-সহ নিরুদ্দেশ ব্যানার লাগানো হয়েছে বলে জানিয়ে সাংবাদিকরা তাঁর প্রতিক্রিয়া জানতে চান। সেই প্রসঙ্গেই শুভেন্দু অধিকারী বলেন, বিনা পয়সায় এত পাবলিসিটি পাবো ভাবিনি। এরপরই তিনি বলেন, শুধু বর্ধমান নয়, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তেই এই ব্যানার লাগানো হয়েছে। এজন্য তৃণমূল কংগ্রেস রাতারাতি কুড়ি লক্ষ টাকা খরচ করেছে। এর পরই তিনি কৌতুকের স্বরে বলেন, 'বিনা পয়সায় যে এত পাবলিসিটি পাব ভাবতে পারিনি'।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগে বিজেপি অভিযোগ করেছিল, নিরুদ্দেশ সংবাদ বলে বিরোধী দলনেতার ব্যঙ্গচিত্র ও ব্যঙ্গাত্বক ভাষা সম্বলিত হোর্ডিং বর্ধমান শহরের কার্জনগেট চত্বর, পারবীরহাটা চত্বর-সহ একাধিক জায়গায়  লাগানো হয়েছে। তৃণমূল কংগ্রেস সোশাল মিডিয়া ও আইটি সেল নামে দেওয়া হয়েছে এই হোর্ডিং। এই ব্যানার বা হোডিং যে তাঁকে উদ্দেশ্য করেই তা নিজের বক্তব্যের মধ্য দিয়েই বুঝিয়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: তৃণমূলের 'নিরুদ্দেশ' কার্টুন ব্যানার প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির শুভেন্দু! যা বললেন বিরোধী দলনেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল