বৃহস্পতিবার বর্ধমানের দেওয়ানদিঘী থানার কলিগ্রামে সভা করার কথা ছিল বিজেপির। সেই সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু পুলিশ নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সেই সভার অনুমোদন বাতিল করে দেয়। সভা বাতিল হলেও তিনি বর্ধমানে যাবেন বলে কলকাতায় ঘোষণা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেইমতো বর্ধমানে পৌঁছন তিনি।
advertisement
আরও পড়ুন: ওমিক্রনের BF.7 ভ্যারিয়্যান্ট ভয়ঙ্কর সংক্রামক! করোনা নিয়ন্ত্রণে দেশকে 'দুই' পরামর্শ মোদির
বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমানের ডি ভি সি মোড়ের কাছে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে তিনি জানান, দশ দশ বার পুলিশের সঙ্গে সভার অনুমতির জন্য চিঠির আদান প্রদান হয়েছে। প্রতিক্ষেত্রেই নিরাপত্তার কারণ দেখিয়ে সভা বাতিলের কথা জানিয়েছে পুলিশ প্রশাসন।
আরও পড়ুন: 'মানুষ কি উৎসব পালন করবে না?' গঙ্গাসাগর থেকে বড়দিন পালন নিয়ে 'বড়' বার্তা মমতার
সেখানেই কার্টুন ব্যানারের প্রশ্ন ওঠে। বর্ধমানে বিভিন্ন জায়গায় তাঁর কার্টুন-সহ নিরুদ্দেশ ব্যানার লাগানো হয়েছে বলে জানিয়ে সাংবাদিকরা তাঁর প্রতিক্রিয়া জানতে চান। সেই প্রসঙ্গেই শুভেন্দু অধিকারী বলেন, বিনা পয়সায় এত পাবলিসিটি পাবো ভাবিনি। এরপরই তিনি বলেন, শুধু বর্ধমান নয়, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তেই এই ব্যানার লাগানো হয়েছে। এজন্য তৃণমূল কংগ্রেস রাতারাতি কুড়ি লক্ষ টাকা খরচ করেছে। এর পরই তিনি কৌতুকের স্বরে বলেন, 'বিনা পয়সায় যে এত পাবলিসিটি পাব ভাবতে পারিনি'।
এর আগে বিজেপি অভিযোগ করেছিল, নিরুদ্দেশ সংবাদ বলে বিরোধী দলনেতার ব্যঙ্গচিত্র ও ব্যঙ্গাত্বক ভাষা সম্বলিত হোর্ডিং বর্ধমান শহরের কার্জনগেট চত্বর, পারবীরহাটা চত্বর-সহ একাধিক জায়গায় লাগানো হয়েছে। তৃণমূল কংগ্রেস সোশাল মিডিয়া ও আইটি সেল নামে দেওয়া হয়েছে এই হোর্ডিং। এই ব্যানার বা হোডিং যে তাঁকে উদ্দেশ্য করেই তা নিজের বক্তব্যের মধ্য দিয়েই বুঝিয়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা।