TRENDING:

Suvendu Adhikari: 'সূর্যাস্তের পর লকডাউনের মতো দোকান বন্ধ করে দিন!' হঠাৎ কেন পরামর্শ দিলেন শুভেন্দু?

Last Updated:

দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সূর্যাস্তের পর সমস্ত দোকান বন্ধ করে দিন লকডাউন এর মতো। তা হলে মহিলারা বাড়িতেই থাকবে। দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্যবের পরিপ্রেক্ষিতে পাল্টা এমনই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ রবিবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে এসে এই মন্তব্য করেন বিরোধী দলনেতা৷
মমতার মন্তব্যে কটাক্ষ শুভেন্দুর৷
মমতার মন্তব্যে কটাক্ষ শুভেন্দুর৷
advertisement

দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী৷ বেশি রাতে ছাত্রছাত্রীদের হস্টেলের বাইরে বেরনো নিয়েও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি৷ এ ক্ষেত্রে বেসরকারি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষেিরর আরও দায়িত্বশীল হওয়া উচিত বলেও দাবি করেন মমতা৷

মুখ্যমন্ত্রী বলেন, ‘এই ঘটনাকে কেউ সমর্থন করে না৷ আমি পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছি৷ কাউকে রেয়াত করা হবে না৷ বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, তাঁদের আমি অনুরোধ করব রাতে না বেরোতে৷ পুলিশ তো জানতে পারে না কে কখন রাতে বেরোচ্ছে৷ কেউ যদি রাত সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায়, পুলিশ তো বাড়িতে বাড়িতে পৌঁছতে পারবে না৷ যে যেখানে যেতে পারে তাঁর অধিকার আছে, কিন্তু হস্টেলের তো একটা নিয়ম থাকে৷ যতদূর জানি জঙ্গলের ভিতরে রাত সাড়ে ১২ টায় এই ঘটনা ঘটেছে৷ নিজেদের নিরাপত্তার বিষয়টি নিজেদেরও খেয়াল রাখতে হবে৷ বেসরকারি মেডিক্যাল কলেজকেও আরও দায়িত্বশীল হতে হবে৷ তিন জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে৷ কী ঘটেছে, তা তদন্তেই জানা যাবে৷’

advertisement

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বিরোধী দলনেতা বলেন, রাতে মেয়েদের বের হতে না বলা এবং মহিলাদের নিরাপত্তা দায়িত্ব নিজেদের নিতে বলা, এটা কি পুলিশমন্ত্রীর বক্তব্য হতে পারে? মুখ্যমন্ত্রীকে ঘোষণা করতে হবে সূর্যাস্তের পর দোকান, বাজার, অফিস- আদালত বন্ধ থাকবে।

সেরা ভিডিও

আরও দেখুন
ডিজিটাল পদ্ধতিতেই বাজিমাত! বিহারের ব্যক্তিকে বাড়ি ফেরালেন মালদহের ৩ বন্ধু
আরও দেখুন

শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের নিন্দা করে আজ, সোমবার পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার সব থানায় বিজেপি-র পক্ষ থেকে ঝাঁটা দেখিয়ে বিক্ষোভ দেখানো হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: 'সূর্যাস্তের পর লকডাউনের মতো দোকান বন্ধ করে দিন!' হঠাৎ কেন পরামর্শ দিলেন শুভেন্দু?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল