দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী৷ বেশি রাতে ছাত্রছাত্রীদের হস্টেলের বাইরে বেরনো নিয়েও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি৷ এ ক্ষেত্রে বেসরকারি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষেিরর আরও দায়িত্বশীল হওয়া উচিত বলেও দাবি করেন মমতা৷
মুখ্যমন্ত্রী বলেন, ‘এই ঘটনাকে কেউ সমর্থন করে না৷ আমি পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছি৷ কাউকে রেয়াত করা হবে না৷ বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, তাঁদের আমি অনুরোধ করব রাতে না বেরোতে৷ পুলিশ তো জানতে পারে না কে কখন রাতে বেরোচ্ছে৷ কেউ যদি রাত সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায়, পুলিশ তো বাড়িতে বাড়িতে পৌঁছতে পারবে না৷ যে যেখানে যেতে পারে তাঁর অধিকার আছে, কিন্তু হস্টেলের তো একটা নিয়ম থাকে৷ যতদূর জানি জঙ্গলের ভিতরে রাত সাড়ে ১২ টায় এই ঘটনা ঘটেছে৷ নিজেদের নিরাপত্তার বিষয়টি নিজেদেরও খেয়াল রাখতে হবে৷ বেসরকারি মেডিক্যাল কলেজকেও আরও দায়িত্বশীল হতে হবে৷ তিন জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে৷ কী ঘটেছে, তা তদন্তেই জানা যাবে৷’
advertisement
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বিরোধী দলনেতা বলেন, রাতে মেয়েদের বের হতে না বলা এবং মহিলাদের নিরাপত্তা দায়িত্ব নিজেদের নিতে বলা, এটা কি পুলিশমন্ত্রীর বক্তব্য হতে পারে? মুখ্যমন্ত্রীকে ঘোষণা করতে হবে সূর্যাস্তের পর দোকান, বাজার, অফিস- আদালত বন্ধ থাকবে।
শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের নিন্দা করে আজ, সোমবার পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার সব থানায় বিজেপি-র পক্ষ থেকে ঝাঁটা দেখিয়ে বিক্ষোভ দেখানো হবে৷