দিলীপের দিঘা যাত্রায় ঝড় উঠেছে বঙ্গ বিজেপিতেও৷ প্রাক্তন রাজ্য সভাপতি দিঘার জগন্নাথ মন্দিরে গিয়ে ঠিক করেছেন না ভুল, না নিয়ে রীতিমতো দু ভাগ রাজ্যের পদ্ম ব্রিগেড৷ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য জানিয়ে দিয়েছেন, দিলীপের দিঘার জগন্নাথ মন্দির যাত্রাকে দল অনুমোদন করে না৷
advertisement
এই বিতর্কের মধ্যেই তাঁর সমালোচকদের পাল্টা নিশানা করেছেন দিলীপ ঘোষ৷ জগন্নাথ মন্দিরে উপস্থিত হওয়ার পরের দিনই তিনি বলেন, ‘যাঁরা নিজেদের ধান্দায় অন্য দল থেকে এসেছেন, তাঁদের কাছে বিজেপি শিখব না। যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে বড় হয়েছে, তাঁরা নিজেদের ধান্দায় বিজেপিতে এসেছে।’ নাম না করে দিলীপ আসলে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদেরই নিশানা করেছিলেন বলেই মনে করে রাজনৈতিক মহল৷
যদিও দিলীপ ঘোষের দিঘার জগন্নাথ মন্দির যাত্রা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ নিয়ে কোনও মন্তব্যই করতে রাজি হলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তবে কটাক্ষের সুরে তিনি বলেন, ‘আমাকে অনেক ঘাম ঝরাতে হয়। আমাকে এসব বিষয় নিয়ে প্রশ্ন করবেন না। গত তিনদিন ধরে আপনারা আমাকে এসব নিয়ে প্রশ্ন করে যাচ্ছেন। আর আমি এ বিষয় নিয়ে কোনও মন্তব্য করিনি, করতে চাই না।’
এ দিন নন্দীগ্রামের রেয়াপাড়ায় একটি মৌন মিছিলে অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা৷ ২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় রাজ্যে নিহত বিজেপির নেতা, কর্মীদের স্মরণে এই মৌন মিছিলের আয়োজন করা হয়েছিল৷ মিছিলের শেষেই দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির যাত্রা নিয়ে বিরোধী দলনেতাকে প্রশ্ন করে সংবাদমাধ্যম৷