কিছু দিন আগেই রানাঘাটে সভা করে এসেছিলেন তৃণমূল সাংসদ এবং দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। আজ রানাঘাটে তার পাল্টা সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: রাজ্যের পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা নবান্নের, ডেটলাইন ১৫ জানুয়ারি
সেই সভা থেকেই শিক্ষক নিয়োগের দুর্নীতির বিষয়টি তোলেন শুভেন্দু অধিকারী। কারণ এই জেলা থেকেই নির্বাচিত বিধায়ক এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য বর্তমানে জেলে রয়েছেন।
advertisement
এ বিষয়েই শাসক দলকে খোঁচা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'দরজা খুলে গিয়েছে। উদ্বোধন হয়ে গিয়েছে। ৯৫২ জনের চাকরি গতকাল গিয়েছে। এটা সবে শুরু। আমি দায়িত্ব নিয়ে বলছি, ১৮ থেকে ২০ হাজার ভুয়ো চাকরি গ্রুপসি গ্রুপ ডি প্রাইমারি নবম দশম একাদশ দ্বাদশ মিলিয়ে যাওয়া উচিত।' বিরোধী দলনেতা আরও বলেন, 'এসএসসিতে বলছে ২১৫০২ জনের চাকরি যাওয়া উচিত। কলকাতা হাইকোর্টে আজ ৫৩ জনের চাকরি গিয়েছে। তার মধ্য়ে নদিয়া জেলার মাতব্বররাও আছে।'
আরও পড়ুন: নন্দীগ্রামে বড় জয় তৃণমূলের, শুভেন্দু গড়ে খাতাই খুলতে পারল না বিজেপি! ভোটের পরেও চলছে অশান্তি
এর পরেই হুঁশিয়ারির সুরে বিরোধী দলনেতা বলেন, 'তিন হাজার ভুয়ো চাকরি দিয়ে ওমপ্রকাশ চৌতালা জেলে গিয়েছেন। দশ হাজার চাকরি বাতিল করে ত্রিপুরায় লাল পার্টির সরকার উঠে গেছে। তৃণমূলের পরিণতিও তাই হবে। যাঁদের চাকরি যাচ্ছে, তাঁদের সবাইকে আমরা ডাকব। গান্ধি মূর্তির নীচে জমায়েত করে বলব টাকা ফেরতের দাবিতে কালীঘাটের দিকে চলো।'
এ দিন নাম না করে ফের একবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি দাবি করেছেন, ভবিষ্য়তে আদালতের নির্দেশে রাজ্য় সরকারকে ডিএ দিতে হলে রাজ্য় সরকারি কর্মীদের মাইনে বন্ধ হয়ে যাবে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিতে গিয়েও টান পড়বে।