তৃণমূল কংগ্রেসের একাধিক দুর্নীতির অভিযোগে ফের চড়া সুর তুলে শুভেন্দু এদিন রানাঘাটে বলেন, 'পঞ্চায়েত এলাকায় তৃণমূলের হাজার হাজার ছোট চোরদের আপনারা চিহ্নিত করুন। ধরুন। বড় চোরেদের তো আমাদের ধরতে হবে। আমি আঁধারের উপর দাঁড়িয়ে রাধার কথা বলি না'। শুভেন্দু অধিকারীর দেওয়া ডিসেম্বরের তিনটি তারিখ নিয়েও এদিন সভা থেকে ফের একবার ব্যাখ্যা দেন। বলেন,' ১২ ডিসেম্বর কার মামলা ছিল সবাই জানে। সেই মামলা ১৩ জানুয়ারি হয়ে গেছে, এটাও সবাই জেনে গেছে। ডিএ যেদিন দেওয়ার নির্দেশ হবে সেদিন থেকে সরকারি কর্মচারীদের বেতন বন্ধ হয়ে যাবে। আমাদের উপর ভরসা রাখুন'।
advertisement
আরও পড়ুন: পাল্টে গেল বসার আসন, শুভেন্দু অধিকারী কোথায়? রাজ্যপালেই বুঁদ থাকল বিধানসভা
তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও এদিন অন্যান্য রাজনৈতিক কর্মসূচির থেকে আক্রমনের ঝাঁঝ রানাঘাটের সভামঞ্চ থেকে আরও বাড়িয়ে শুভেন্দু অধিকারী কার্যত চ্যালেঞ্জের সুরে বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শীঘ্রই প্রাক্তন মুখ্যমন্ত্রী করিয়েই ছাড়ব। এই শপথ নিয়েছে বিজেপি'।
আরও পড়ুন: শোভনদেবের ফোন ধরবেন না শুভেন্দু, দাবি আদায়ে দিল্লিতে একাই লড়বে তৃণমূল!
শুভেন্দুর কথায়,'প্রদীপ নিভে যাওয়ার আগে যেমন ভাল করে আলো ছড়িয়ে হঠাৎ করে নিভে যায়, তৃণমূল দলটার এখন সেই অবস্থাই হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে পাঞ্জাবে কংগ্রেসের থেকেও শোচনীয় হাল হবে বাংলায় তৃণমূলের। টাইম হো গ্যায়া'।