West Bengal Assembly: পাল্টে গেল বসার আসন, শুভেন্দু অধিকারী কোথায়? রাজ্যপালেই বুঁদ থাকল বিধানসভা

Last Updated:

West Bengal Assembly: বিধানসভায় অধ্যক্ষের পাশে রাজ্যপাল। রাণাঘাটের দলীয় সভায় শুভেন্দু অধিকারী।

বিধানসভার অনুষ্ঠান ঘিরে শোরগোল
বিধানসভার অনুষ্ঠান ঘিরে শোরগোল
#কলকাতা: বিধানসভায় রাজ্যপালের প্রথম উপস্থিতির দিনেই গরহাজির বিজেপি পরিষদীয় দলনেতা তথা প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে শুভেন্দুর ঠিক বাম দিকের আসনটি বরাদ্দ ছিল মন্ত্রী বীরবাহা হাঁসদার জন্য। যদিও, পরে বীরবাহার আসন বদলে মঞ্চের ডান দিকে এনে ওই জায়গায় মন্ত্রী ব্রাত্য বসুর আসন রাখা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি অসম্মান ইস্যুতে শুভেন্দু - বীরবাহা তরজায় সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি।
বিধানসভায় ৬৯ তম পুষ্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস আজ প্রথমবার পা রাখলেন বিধানসভায়। প্রথাগত ভাবে, সেই অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রন জানিয়েছিল বিধানসভা। কিন্তু, বিধানসভার  অনুষ্ঠানের সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যাস্ত থাকলেন রাণাঘাটে দলীয় প্রতিবাদ সভায়। যদিও, তা নিয়ে আজ শাসক দলের তরফে কোন সমালোচনা করা হয় নি। বরং, নতুন রাজ্যপালের আতিথেয়তা আর বিধানসভা দর্শনে ব্যস্ত থাকল বিধানসভা।
advertisement
advertisement
বিধানসভায় রাজ্যপালের অনুষ্ঠানে গরহাজির থাকা নিয়ে সাফাই দিয়ে শুভেন্দুর পাশেই দাঁড়িয়েছে বিজেপি। বিরোধী দলনেতাকে সমর্থন করে বিজেপি মুখপাত্র শমীক  ভট্টাচার্য বলেন, ''বিধানসভায় শাসক - বিরোধী সহবস্থানের কোন পরিবেশ নেই। এর জন্য তৃণমূল ও স্পিকারই দায়ী। ফলে, স্পিকারের অনুষ্ঠানে একমঞ্চে থাকার মত পরিস্থিতি নেই। সেটা রাজ্যপালও জানেন। " শুধু তাই নয়, রাজ্যপালের মঞ্চে বিরোধী দলনেতার ঠিক পাশের আসনটি বীরবাহার জন্য  নিদৃষ্ট করার মধ্যে রাজনীতিই দেখছে বিজেপি।
advertisement
শেষপর্যন্ত মন্ত্রী বীরবাহা হাঁসদা, মন্ত্রী ব্রাত্য বসু বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা কেউই  আসেন নি। তবে, পর্যবেক্ষকদের মতে, কোনও কারণে বিরোধী দলনেতা উপস্থিত থাকলে রাজ্যপালের মঞ্চেই আসন বিতর্কে পরিস্থিতি অন্যরকম হতে পারত।
প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় যতবার বিধানসভায় এসেছেন, বিতর্ক পিছু ছাড়ে নি। বিধানসভার অধ্যক্ষের সঙ্গে নানা ইস্যুতে সংঘাত ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। আক্রমন, পাল্টা আক্রমনে বিধানসভা রাজনীতি উত্তাল হয়েছে বারবার। সেই জায়গা থেকে আজকের ছবিটা ছিল একেবারে অন্যরকম। রাজনৈতিক মহলের মতে, গতকালই, এলেন পার্কে বড়দিনের অনুষ্ঠানে রাজ্যপালের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তারপরেই, নতুন রাজ্যপালকে নিয়ে রাজ্যের মন্ত্রী থেকে দলীয় বিধায়কদের গলায় রাজ্যপালের প্রশংসা শুরু হয়ে গেছে। আজ সেই ধারায় যুক্ত হলেন বিধানসভার স্পীকারও।
advertisement
তবে, বিরোধীদের মতে, মুখ্যমন্ত্রীর প্রশংসায় কিছু আসে যায় না। উনি কখন কাকে কাছে ডেকে নেবেন, আর কখন কাকে ছুঁড়ে ফেলবেন, তা একমাত্র উনিই জানেন। রাজ্যপালের সঙ্গে তৃণমূলের এই 'হানিমূন' পিরিয়ডের স্থায়িত্বের  কোন গ্যারেন্টি নেই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Assembly: পাল্টে গেল বসার আসন, শুভেন্দু অধিকারী কোথায়? রাজ্যপালেই বুঁদ থাকল বিধানসভা
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement