তিনি বলেন, ''এই নন্দকুমারের কামারদায় আমার বলার মধ্যে সম্প্রতি লঙ্ঘন হয়েছে দাবি করে থানায় আমার নামে কেউ অভিযোগ করেছিলেন। কিন্তু মোমিনপুরে ঘটা সত্য ঘটনা বলতে গিয়ে যদি আমার বিরুদ্ধে আবারও অভিযোগ জমা করা হয়, তাতে আমি পিছপা হবনা। আমি বিবেকানন্দের বাণী মেনে এগিয়ে যাব।''
আরও পড়ুন: অনুব্রতর পর এবার এনামুল হক, লটারি কাণ্ডে এবার বড় হদিশ পেল সিবিআই
advertisement
তিনি বলেন, ''আমি প্রচুর ট্রাভেল করি আপনারা জানেন। আমার গতিপথ নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ আবার স্পিডমিটার লাগিয়ে রেখেছে। আমি চলে যাওয়ার পর এরা তুলে নেয়। অ্যাক্সিডেন্টের জন্য নয়, আমার গতি আটকানোর জন্য। আমি ধন্যবাদ জানাই। যদিও জেড ক্যাটাগরির লোককে অমরনাথকে বলি, এগুলো করতে পারো না, করছ করো। কিন্তু বলব, অতি বাড় বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে। দেখছেন না সাংসদ আবু তাহেরের গাড়ি বাচ্চাকে মেরে দেয় সেখানে স্পিডোমিটার নেই। আসলে সেখানে তো শুভেন্দু অধিকারী নেই।''
আরও পড়ুন: খুব সাবধান! শীতে বাড়তে পারে স্ট্রোকের সম্ভাবনা! কীভাবে ভাল থাকবেন, জানুন
এছাড়াও তিনি বলেন, ''এটা উত্তরপ্রদেশ হবে। এখানেও বুলডোজার আসছে অপেক্ষা করে থাকুন।''