মুখ্যমন্ত্রীর সেই প্রশাসনিক মিটিংকে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন,"উনি ভয়ে মেদিনীপুরে পালিয়ে যাচ্ছেন। নিমতৌড়িতে যেদিন প্রশাসনিক মিটিং করবেন মুখ্যমন্ত্রী, ওইদিন কলকাতায় আমি সাংবাদিক সম্মেলন করব। সেখানে মুখ্যমন্ত্রী এবং ভাইপো ও তাঁর ঘনিষ্ঠরা শুধু দক্ষিণ ২৪ পরগনা জেলাতে যেসব আর্থিক বেনিয়ম করেছেন, তার তথ্য পরিসংখ্যান তুলে ধরব।"
আরও পড়ুন: 'যেন দেশ ছাড়তে না পারে', দিলীপ ঘোষের ভয়ঙ্কর অভিযোগ! বললেন, গোয়েন্দা লাগাতে হবে
advertisement
একইসঙ্গে শুভেন্দু আরও বলেন, "১৩ তারিখ আমাদের নবান্ন অভিযান কর্মসূচি। তার আগে থেকেই মুখ্যমন্ত্রী ভয় পেয়ে মেদিনীপুরে পালিয়ে যাচ্ছেন। উনি পুলিশ বাবাকে বলেছেন পারলে বাঁচাবেন। উনি মেদিনীপুরের মানুষকে বিশ্বাস করেন। তাই উনি মেদিনীপুরে আসছেন। তবে মেদিনীপুরের লোক আবার মেদিনীপুরের ভূমিপুত্রদেরকেই বিশ্বাস করেন। কোনও ফুপুকে বিশ্বাস করে না।"
আরও পড়ুন: সেই গার্ডেনরিচেই তৃণমূল কাউন্সিলরের ছেলের রহস্যমৃত্যু! শনিবার রাতে উদ্ধার ঝুলন্ত দেহ
আনিস খানের দাদাকে মারধরের অভিযোগ প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, "এ রাজ্যে কোন সাক্ষী বা বাদী নিরাপদ নন। গতকাল মঙ্গলকোটের হিংসার ঘটনার রায়দানে প্রমাণিত। প্রমাণ লোপ করার জন্যই আনিসের দাদাকে মারধর করা হয়েছে। আমি বলব আনিসের বাবা কিংবা তার পরিবারের উচিত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে এই মামলা অন্য রাজ্যে স্থানান্তরিত করা। একইসঙ্গে এই ঘটনায় সিবিআই তদন্ত চাওয়ার জন্য তার পরিবারকে আবেদন জানানোর কথাও বলব।"