গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সতর্ক করে বলেছিলেন, সিএএ-তে নাগরিকত্বের আবেদন করলে লক্ষ্মীর ভান্ডারের মতো সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন আবেদনকারীরা৷ এ দিন মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির জবাব দিতে গিয়ে এই মন্তব্য করেন বিরোধী দলনেতা৷
advertisement
শুভেন্দু অধিকারী বলেন, লক্ষ্মীর ভান্ডার কারও পৈর্তৃক সম্পত্তি নয়৷ আগে বলতাম বিজেপি ক্ষমতায় এলে ২ হাজার টাকা করে দেব৷ এখন বলছি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেবো৷
এ দিন শুভেন্দু অধিকারী আরও চাঞ্চল্যকর দাবি করে বলেন, বাংলায় এবার লোকসভা নির্বাচনে বিজেপি এমন ফল করবে আমার মনে হয় না বিধানসভা নির্বাচনের জন্য আর দেড় বছর অপেক্ষা করতে হবে৷
২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল৷ তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেই এই প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত মাসেই রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷
শুভেন্দু অধিকারী এ দিনও সিএএ নিয়ে মানুষকে আশ্বস্ত করে বার্তা দিয়েছেন৷ তাঁর দাবি, সিএএ-তে একজনেরও ক্ষতি হলে আমি বিধায়ক পদ ছেড়ে দেব৷