Electoral bonds: ইলেক্টোরাল বন্ড নিয়ে তথ্য জমা দিল এসবিআই, শুক্রবার বিকেল ৫টার মধ্যে জনসমক্ষে আনার নির্দেশ সুপ্রিম কোর্টের

Last Updated:

এসবিআই-এর পক্ষ থেকে তথ্য জমা দেওয়ার জন্য শীর্ষ আদালতের থেকে ৩০ জুন পর্যন্ত সময় চাওয়া হয়৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
নয়াদিল্লি: নির্বাচনী বন্ড নিয়ে তথ্য দাখিল করতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল সুপ্রিম কোর্ট৷ এর দু দিন পর আজ, শেষ পর্যন্ত শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়ে স্টেট ব্যাঙ্ক জানাল, ইলেক্টোরাল বন্ড নিয়ে যাবতীয় তথ্য নির্বাচন কমিশনে জমা দিয়েছে তারা৷ একটি পেন ড্রাইভে তারা তথ্য জমা দিয়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে এসবিআই৷
হলফনামায় এসবিআই জানিয়েছে, ২০১৯ সালের এপ্রিল মাস থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তারা মোট ২২,২১৭টি ইলেক্টোরাল বন্ড ছেড়েছিল৷ তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ২২,০৩০টি ইলেক্টোরাল বন্ড ভাঙিয়েছে৷ বাকি ১৮৭টি বন্ডের যা আর্থিক মূল্য তা প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে জমা পড়েছে৷
advertisement
advertisement
ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে চাঁদা দেওয়ার ব্যবস্থাকে অসাংবিধানিক বলে জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ এই ব্যবস্থায় যে কোনও ব্যক্তি ইলেক্টোরাল বন্ড কিনে নিজেদের পছন্দ অনুযায়ী রাজনৈতিক দলকে তা দান করতে পারতেন৷ তবে কোনও রাজনৈতিক দল যদি ১৫ দিনের মধ্যে ইলেক্টোরাল বন্ড না ভাঙায়, সেক্ষেত্রে সেই টাকা চলে যেত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে৷
advertisement
যদিও ইলেক্টোরাল বন্ডকে অসাংবিধানিক আখ্যা দিয়ে অবিলম্বে এসবিআই-কে ইলেক্টোরাল বন্ড ছাড়া বন্ধ করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ পাশাপাশি, এখনও পর্যন্ত কোন দল ইলেক্টোরাল বন্ডের সূত্রে কত টাকা পেয়েছে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য নির্বাচন কমিশনকে জমা দেওয়ার জন্য এসবিআই-কে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত৷
নির্বাচন কমিশনে তথ্য জমা দেওয়ার জন্য এসবিআই-কে ৬ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল এসবিআই৷ আর ইলেক্টোরাল বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য জনসমক্ষে আনার জন্য নির্বাচন কমিশনকে ১৩ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেয় শীর্ষ আদালত৷
advertisement
যদিও এসবিআই-এর পক্ষ থেকে তথ্য জমা দেওয়ার জন্য শীর্ষ আদালতের থেকে ৩০ জুন পর্যন্ত সময় চাওয়া হয়৷ সেই আর্জি খারিজ করে দিয়ে অবশ্য ভারতীয় স্টেট ব্যাঙ্কের মনোভাবে ক্ষোভ প্রকাশ করে শীর্ষ আদালত৷ মঙ্গলবারের মধ্যেই নির্বাচন কমিশনে তথ্য জমা দিতে হবে বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট৷ এসবিআই ইলেক্টোরাল বন্ডের তথ্য জমা দেওয়ার পর তা শুক্রবার বিকেল ৫টার মধ্যে জনসমক্ষে আনতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Electoral bonds: ইলেক্টোরাল বন্ড নিয়ে তথ্য জমা দিল এসবিআই, শুক্রবার বিকেল ৫টার মধ্যে জনসমক্ষে আনার নির্দেশ সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement