এরপরই জল্পনা উসকে শুভেন্দু বলেন, ”উনি (অর্জুন সিং) যে দলে গিয়েছেন, সেই দলের নেতাদের সঙ্গে বনিবনা ঠিকঠাক হচ্ছে না। উনি আশা-আশঙ্কাতেও আছেন টিকিট পাবেন কি পাবেন না। সেই কারণেও উনি বেসুরো কথাবার্তা বলছেন।” বিরোধী দলনেতার সংযোজন, ”যে চুক্তি করে অর্জুন সিংকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই চুক্তি রাখা হয়নি। এক বছর হয়ে গিয়েছে। তাই তিনি বেসুরো কথা বলছেন।”
advertisement
আরও পড়ুন: বীরভূমে কি তবে শেষের পথে অনুব্রত-রাজ? বাজিমাত কাজল শেখের! তুঙ্গে জল্পনা
যদিও শুভেন্দুর মন্তব্য প্রসঙ্গে অর্জুন সিং বলেন, ”শুভেন্দু অধিকারী ব্যারাকপুরে নির্বাচন লড়ে দেখুন না, কী হয়। কে আমাকে নিয়ে কী বলল, এর কোন গুরুত্ব নেই আমার কাছে। উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন বারবার বলেন, উনি এবার ব্যারাকপুরে লড়ে দেখুন। উনি লোডশেডিং করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। কারচুপি করে হারিয়েছেন।”
আরও পড়ুন: আগেও র্যাগিং! যাদবপুরের ঘটনায় হাইকোর্টে মারাত্মক দাবি, সোমবার পরবর্তী শুনানি
অর্জুনের পাল্টা কটাক্ষ, ”আমি তখন ওই দলে ছিলাম, কিন্তু বলতে পারিনি কারণ দলে থেকে সেটা বলা যায় না। আমি তো তৃণমূল থেকে দাঁড়াবই। আমি আমন্ত্রন দিলাম ওঁকে। উনি তো দলে বড় বড় কথা বলেন।”
