এদিন ছাতনা পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসন, থানা ও বন বিভাগ যৌথ উদ্যোগে এই সাফাই অভিযান করে। ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র ঝাঁটা হাতে শুশুনিয়ার কালুর মাঠ চত্বর পরিষ্কারে নামেন। শীতের মরশুমে ভিড় জমতে শুরু করেছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে। অপরূপ সৌন্দর্যের ডালি নিয়ে সুন্দরী শুশুনিয়া পাহাড় মন টানছে পর্যটকদের।
advertisement
এখানে পিকনিক, আড্ডা, দেদার খাওয়া দাওয়ার পাশাপাশি বাড়তি পাওনা পাহাড়ে ওঠার অ্যাডভেঞ্চার। জেলা সহ বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ বড়দিনের পর থেকেই ভিড় জমাচ্ছেন শুশুনিয়ার পাহাড়তলিতে। পাহাড়ের নীচে পিকনিক করার ফলে পলিথিনের প্যাকেট, কাগজের থালা, বাটি, গ্লাস প্রভৃতি আবর্জনা ব্যাপক পরিমাণে বাড়ছে। পাহাড়তলি চত্বর পরিষ্কার রাখতে কোমর বেঁধে নেমে পড়ে প্রশাসন।
আরও পড়ুন : ব্লাড সুগারে কি বেগুন খাওয়া ভাল না ক্ষতিকর? জানুন পুষ্টিবিদের মত
এখন পিকনিকের মরশুম, তাই পিকনিক চলতে থাকবেই। মানুষ উপভোগ করবেন বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। পাহাড়ের সৌন্দর্য বজায় রাখতে মরশুমের মাঝেই আয়োজন করা এই সাফাই অভিযান নজর কেড়েছে সাধারণ মানুষের, পাহাড়তলি পরিষ্কার রাখতে তারাও কতটা সচেতন হবেন, সেটা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন।