TRENDING:

Susunia Hill Station: শুশুনিয়া পাহাড়ে বনভোজনের আবর্জনা! ঝাঁটা হাতে সাফাই অভিযানে নামলেন জনপ্রতিনিধি নিজেই

Last Updated:

Susunia Hill Station: শুশুনিয়া পাহাড়ের পাদদেশে পিকনিক স্পট থেকে শুরু করে মুখ্য ঝরনা পর্যন্ত, প্রতিটি দোকানের সামনে এবং ঝোপঝাড়ের মধ্যে জমে থাকা ময়লা পরিষ্কার করা হল এই মেগা সাফাই অভিযানের মাধ্যমে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: বড়দিনের আগে থেকে নামতে শুরু করেছিল মানুষের ঢল। প্রশাসন এবং বন দফতরের হাজার বিধি নিষেধ থাকা সত্ত্বেও পিকনিকের জঞ্জালে জর্জরিত শুশুনিয়া পাহাড়। সেই জঞ্জালকে ঝেঁটিয়ে বিদায় করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। শুশুনিয়া পাহাড়ের পাদদেশে পিকনিক স্পট থেকে শুরু করে মুখ্য ঝরনা পর্যন্ত, প্রতিটি দোকানের সামনে এবং ঝোপঝাড়ের মধ্যে জমে থাকা ময়লা পরিষ্কার করা হল এই মেগা সাফাই অভিযানের মাধ্যমে।
advertisement

এদিন ছাতনা পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসন, থানা ও বন বিভাগ যৌথ উদ্যোগে এই সাফাই অভিযান করে। ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র ঝাঁটা হাতে শুশুনিয়ার কালুর মাঠ চত্বর পরিষ্কারে নামেন। শীতের মরশুমে ভিড় জমতে শুরু করেছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে। অপরূপ সৌন্দর্যের ডালি নিয়ে সুন্দরী শুশুনিয়া পাহাড় মন টানছে পর্যটকদের।

advertisement

এখানে পিকনিক, আড্ডা, দেদার খাওয়া দাওয়ার পাশাপাশি বাড়তি পাওনা পাহাড়ে ওঠার অ্যাডভেঞ্চার। জেলা সহ বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ বড়দিনের পর থেকেই ভিড় জমাচ্ছেন শুশুনিয়ার পাহাড়তলিতে। পাহাড়ের নীচে পিকনিক করার ফলে পলিথিনের প্যাকেট, কাগজের থালা, বাটি, গ্লাস প্রভৃতি আবর্জনা ব্যাপক পরিমাণে বাড়ছে। পাহাড়তলি চত্বর পরিষ্কার রাখতে কোমর বেঁধে নেমে পড়ে প্রশাসন।

advertisement

View More

আরও পড়ুন : ব্লাড সুগারে কি বেগুন খাওয়া ভাল না ক্ষতিকর? জানুন পুষ্টিবিদের মত

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এখন পিকনিকের মরশুম,  তাই পিকনিক চলতে থাকবেই। মানুষ উপভোগ করবেন বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। পাহাড়ের সৌন্দর্য বজায় রাখতে মরশুমের মাঝেই আয়োজন করা এই সাফাই অভিযান নজর কেড়েছে সাধারণ মানুষের, পাহাড়তলি পরিষ্কার রাখতে তারাও কতটা সচেতন হবেন, সেটা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Susunia Hill Station: শুশুনিয়া পাহাড়ে বনভোজনের আবর্জনা! ঝাঁটা হাতে সাফাই অভিযানে নামলেন জনপ্রতিনিধি নিজেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল