TRENDING:

সিউড়ি সদর হাসপাতালের সিটি স্ক্যানে বৈপ্লবিক পরিবর্তন! বসল মডার্ন মেশিন, খরচ শুনে স্বস্তি রোগীদের

Last Updated:

সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সিটি স্ক্যান পরিষেবায় বৈপ্লবিক পরিবর্তন। নতুন অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন বসানোর সঙ্গে সঙ্গে সরকারি উদ্যোগে পরীক্ষাটি এখন সম্পূর্ণ বিনামূল্যে মিলছে সরকারি রোগীদের জন্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সিটি স্ক্যান পরিষেবায় বৈপ্লবিক পরিবর্তন। নতুন অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন বসানোর সঙ্গে সঙ্গে সরকারি উদ্যোগে পরীক্ষাটি এখন সম্পূর্ণ বিনামূল্যে মিলছে সরকারি রোগীদের জন্য। রোগী পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও ধারাবাহিকভাবে আধুনিক পরিষেবা চালু করে পরিস্থিতি বদলে দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতি ডায়ালিসিস বেড সংখ্যা বৃদ্ধির পর এবার নতুন বিল্ডিংয়ে চালু হয়েছে উন্নতমানের সিটি স্ক্যান ইউনিট।
advertisement

হাসপাতালের সুপার প্রকাশচন্দ্র বাগ জানান, “আগে যে পুরনো চার-স্লাইসের মেশিন ছিল, তার ক্ষমতা সীমিত ছিল। এখন ৬০ স্লাইসের মডার্ন মেশিন বসানো হয়েছে।এইচআরসিটি থেকে সিইসিটি অ্যাবডোমেন সব ধরনের স্ক্যান এখন দিনে-দিন করা যাচ্ছে। দিনে প্রায় ৭০ থেকে ৮০টি স্ক্যান হচ্ছে। সরকারি প্রেসক্রিপশন থাকলে সম্পূর্ণ বিনামূল্যে।”

আরও পড়ুন: দার্জিলিংয়ের টয়ট্রেনে এক্সাইটিং মুহূর্ত, আলাদা রকম জয়রাইড…! অভিনব শিশু দিবসের সাক্ষী থাকল পাহাড়

advertisement

View More

তবে কেবল সরকারি হাসপাতালের রোগীরাই নন, বাইরের রোগীরাও সিটি স্ক্যান করাতে পারবেন। তাদেরও ফিরিয়ে দেওয়া হচ্ছে না। সুপার জানান, “প্রাইভেট প্রেসক্রিপশন থাকলেও স্ক্যান করা হবে। তবে মেশিনের খরচের জন্য স্বল্প চার্জ দিতে হবে। যা বেসরকারি ল্যাবের তুলনায় অনেক কম।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রসে টইটুম্বুর 'রসগোল্লা'...! বাঙালির প্রিয় 'মিষ্টি' এবার ২০ দুর্ধর্ষ স্বাদে, জানুন ঠিকানা!
আরও দেখুন

বেসরকারি ল্যাবে সিটি স্ক্যান করতে মোটা অঙ্ক খরচ হওয়ায় এতদিন সাধারণ মানুষকে বড় সমস্যায় পড়তে হত। এবার সেই চাপ অনেকটাই কমতে চলেছে। উন্নত রিপোর্টিং, দ্রুত পরিষেবা এবং সুলভ খরচ, সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে এটি বড় প্রাপ্তি বলেই মনে করছেন স্বাস্থ্য দফতর সূত্রে অনেকে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সিউড়ি সদর হাসপাতালের সিটি স্ক্যানে বৈপ্লবিক পরিবর্তন! বসল মডার্ন মেশিন, খরচ শুনে স্বস্তি রোগীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল