বীরভূমের (Birbhum) এই ছাত্র ডাক্তারি পড়তে পাড়ি দেন অনেক দূরে , ইউক্রেনের কিভে । তবে পড়াশোনা ইউনিভারসিটি সব ঠিকঠাকই চলছিলো কিন্তু তার মাঝেই হঠাৎ রাশিয়া ঘোষণা করে, যুদ্ধ হবে । আতঙ্কিত হয়ে পড়েন ছাত্র শাহরুখ সুলতান আহমেদ থেকে তার বাড়ির লোক সকলেই ।
যুদ্ধের মধ্যেই ইউক্রেনে আটকে পড়েন ভারতীয় পড়ুয়ারা । তাঁদের নিয়ে যাওয়া হয় সুরক্ষিত জায়গায় । কিন্তু যুদ্ধ শুরু হতেই সেখান থেকে পালিয়ে আসতে পারেননি সবাই । তার পর অবশেষে অনেক চেষ্টার পর সোমবার পোষ্যকে নিয়ে ইউক্রেন থেকে রোমানিয়া পৌঁছন বীরভূমের সিউড়ির ডাক্তারি ছাত্র শাহরুখ সুলতান আহমেদ-সহ আরও অনেকে । সেখানে স্থানীয়দের সাহায্যে শেষমেশ বাড়ির জন্য রওনা দেন সকলেই । যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে ছেলে বাড়ি ফেরায় খুশি শাহরুখের বাড়ির লোক ।
advertisement
আরও পড়ুন : বানের জলে ভেসে গিয়েছে বইখাতা, কীভাবে মাধ্যমিক দিচ্ছে এই চার কিশোর? জানলে হতবাক হয়ে যাবেন
শাহরুখ সুলতান আহমেদ জানান , ‘‘সোমবার হতেই আমরা কোনও রকমে বেরিয়ে পড়ি ইউক্রেন থেকে । তারপর পৌঁছই রোমানিয়া । তবে সঙ্গে পোষ্যকে নেওয়ায় বার বার বাড়ি ফিরতে বাধা পেতে হয় । কিন্তু আমি তো পোষ্যকে আনবই । সব শেষে দিল্লি, তার পর সেখান থেকে পোষ্যকে নিয়ে পৌঁছই বাড়ি । বাড়ি পৌঁছে মনে হচ্ছে এবার সুরক্ষিত ।’’
আরও পড়ুন : হাতে ফুলের তোড়া, সেনা উর্দির সঙ্গেই মাথায় ওড়না, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বিয়ে দুই সেনানীর
শাহরুখের বাবা বলেন , ‘‘ছেলে সুরক্ষিতভাবে বাড়ি ফিরেছে তাতে খুশি তো অবশ্যই৷ কিন্তু , আমার এটা ভেবেই ভাল লাগছে আমার ছেলের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত । যেখানে ইউক্রেনে তার সঙ্গী বলতে ছিল এই পোষ্য বিড়াল, সেখানে এখন যে সে বাড়ি ফেরার সময় তাকেও সঙ্গে করে এনেছে এটা দেখে আমার খুব ভাল লাগছে এবং আমার ছেলের প্রতি গর্ববোধ হচ্ছে ।’’