বেশ কয়েকদিন ধরেই ওই যুবককে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে স্থানীয় মানুষজন। এরপর এলাকার বেশ কয়েকজন ওই ব্যক্তিকে থাকা খাওয়ার ব্যবস্থা করে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় বাড়ি বাঁকুড়া জেলার ওন্দা থানা এলাকায়। এরপর ওই ব্যক্তিকে নিয়ে হিঙ্গলগঞ্জের বাজার কমিটির সম্পাদক সুশান্ত ঘোষের কাছে নিয়ে যাওয়ার পর যোগাযোগ করা হয় বাঁকুড়া থানার ওন্দা পুলিশের কাছে।
advertisement
আরও পড়ুনঃ Jalpaiguri News: কিশোরীকে ঘর থেকে টেনে জঙ্গলে নিয়ে গিয়ে কেড়েছিল প্রাণ! অবশেষে ফাদে চা বাগানের ত্রাস
পুলিশ সেই সূত্রে যোগাযোগ করে স্থানীয় গ্রামে। যোগাযোগ করা হলে, তাদের মাধ্যমে ওই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ও ভিডিও কলের মধ্যমে কথা বলেন। এদিন বাঁকুড়ার ওন্দা থানায় এলাকা থেকে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা হিঙ্গলগঞ্জ এলে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বহুদিন পর পরিবারের সদস্যরা তাকে কাছে পেয়ে খুশি সকলেই।
জুলফিকার মোল্লা