TRENDING:

North 24 Parganas News: তীব্র গরমে স্বস্তির পরশ, মরশুমে তালের শাঁস বিক্রি করে জীবিকা নির্বাহ সুন্দরবনে

Last Updated:

প্রতিবছর গরম পড়লেই তাঁরা তালের শাঁস বিক্রির উদ্যোগ নেন। গ্রামের রাস্তার দু'পাশে বসানো এই অস্থায়ী বাজার একদিকে যেমন দিচ্ছে পথচারীদের স্বস্তি, অন্যদিকে অনেক পরিবার পাচ্ছে বাড়তি আয়ের সুযোগ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগণা: তীব্র গরমে স্বস্তির পরশ – কচি তালের শাঁসের কদর বেড়েছে সুন্দরবনে। রাজ্যে যখন প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠেছে, তখন সাধারণ মানুষের জীবনে খানিকটা স্বস্তির পরশ নিয়ে হাজির হয়েছে মৌসুমি ফল তালের শাঁস। বিশেষ করে উত্তর ২৪ পরগণা জেলার সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ এলাকার বিভিন্ন প্রান্তে এখন রাস্তাঘাটে দেখা যাচ্ছে তালের শাঁস বিক্রেতাদের ভিড়।
advertisement

কচি তালের এই রসালশাঁস তৃষ্ণার্ত পথচারীদের জন্য এক অনন্য শান্তির উপকরণ হয়ে উঠেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদের খরতাপে হাঁসফাঁস করা মানুষজন এক নিমিষে স্বস্তি পাচ্ছেন এই স্বচ্ছ রসালো শাঁসের স্বাদে। হিঙ্গলগঞ্জের স্থানীয়রা জানান, প্রতিবছর গরম পড়লেই তাঁরা তালের শাঁস বিক্রির উদ্যোগ নেন। গ্রামের রাস্তার দু’পাশে বসানো এই অস্থায়ী বাজার একদিকে যেমন দিচ্ছে পথচারীদের স্বস্তি, অন্যদিকে অনেক পরিবার পাচ্ছে বাড়তি আয়ের সুযোগ। স্থানীয় এক বিক্রেতা বলেন, “এবার প্রচণ্ড গরম পড়েছে, তাই চাহিদাও খুব বেশি। দিনে ২০০-৩০০ টি শাঁস অনায়াসে বিক্রি হয়ে যাচ্ছে।” অর্থনৈতিক দিক থেকেও এই মৌসুমি ফল হয়ে উঠেছে গ্রামের মানুষের জন্য এক বিকল্প আয়ের পথ।

advertisement

আরও পড়ুন: প্রাচীন রীতিতে সবুজের কোলে প্রকৃতির উপকরণে পূজিত গ্রামদেবতা

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অল্প পুঁজিতে ব্যবসা শুরু করে দিনে ভালপরিমাণ লাভ করতে পারছেন তাঁরা। তবে তালের শাঁস শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর। এতে রয়েছে প্রচুর জল ও মিনারেলস, যা শরীরের জলশূন্যতা রোধে সাহায্য করে। এইরকম তীব্র গরমে যখন বিদ্যুৎ সংকট, পানির ঘাটতিতে ভোগান্তি চলছে, তখন প্রকৃতির দেয়া এই উপহার যেন পথচারীদের জন্য এক অমূল্য আশীর্বাদ। জুলফিকার মোল্যা

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: তীব্র গরমে স্বস্তির পরশ, মরশুমে তালের শাঁস বিক্রি করে জীবিকা নির্বাহ সুন্দরবনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল