কচি তালের এই রসালশাঁস তৃষ্ণার্ত পথচারীদের জন্য এক অনন্য শান্তির উপকরণ হয়ে উঠেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদের খরতাপে হাঁসফাঁস করা মানুষজন এক নিমিষে স্বস্তি পাচ্ছেন এই স্বচ্ছ রসালো শাঁসের স্বাদে। হিঙ্গলগঞ্জের স্থানীয়রা জানান, প্রতিবছর গরম পড়লেই তাঁরা তালের শাঁস বিক্রির উদ্যোগ নেন। গ্রামের রাস্তার দু’পাশে বসানো এই অস্থায়ী বাজার একদিকে যেমন দিচ্ছে পথচারীদের স্বস্তি, অন্যদিকে অনেক পরিবার পাচ্ছে বাড়তি আয়ের সুযোগ। স্থানীয় এক বিক্রেতা বলেন, “এবার প্রচণ্ড গরম পড়েছে, তাই চাহিদাও খুব বেশি। দিনে ২০০-৩০০ টি শাঁস অনায়াসে বিক্রি হয়ে যাচ্ছে।” অর্থনৈতিক দিক থেকেও এই মৌসুমি ফল হয়ে উঠেছে গ্রামের মানুষের জন্য এক বিকল্প আয়ের পথ।
advertisement
আরও পড়ুন: প্রাচীন রীতিতে সবুজের কোলে প্রকৃতির উপকরণে পূজিত গ্রামদেবতা
অল্প পুঁজিতে ব্যবসা শুরু করে দিনে ভালপরিমাণ লাভ করতে পারছেন তাঁরা। তবে তালের শাঁস শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর। এতে রয়েছে প্রচুর জল ও মিনারেলস, যা শরীরের জলশূন্যতা রোধে সাহায্য করে। এইরকম তীব্র গরমে যখন বিদ্যুৎ সংকট, পানির ঘাটতিতে ভোগান্তি চলছে, তখন প্রকৃতির দেয়া এই উপহার যেন পথচারীদের জন্য এক অমূল্য আশীর্বাদ। জুলফিকার মোল্যা