রাজ্যের আয় বাড়বে, কাজের ভাগ হবে। জেলা আলাদা মানে প্রতি জেলার জন্য কেন্দ্র থেকে আলাদা করে টাকা মিলবে। সব প্রকল্পের সুবিধাও বেশি করে পাবে মানুষ। তবে এই জেলার নাম ঘোষণা হওয়ায় সুন্দরবন একটি আলাদা জেলা হিসেবে পরিচিতি পাবে। দক্ষিণ ২৪ পরগনার মধ্যে পড়ত সুন্দরবন। ফলে ত্রাণ থেকে শুরু করে সব রকম প্রকল্প দক্ষিণ ২৪ পরগনা হয়েই যেত সুন্দরবন। এবার সুন্দরবন আলাদা জেলা হওয়ায় জেলা উন্নতি খাত থেকে শুরু করে সব ক্ষেত্রেই আলাদা করে সুবিধা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: রাজ্যে নতুন সাত জেলা! মুর্শিদাবাদকে তিন ভাগে ভাগ! কান্দি, বহরমপুর নতুন জেলা!
তাছাড়া সুন্দরবন হল পশ্চিমবঙ্গের গর্বের স্থান। এখানেই রয়েল বেঙ্গল টাইগারের বাস। পর্যটন শিল্পেও অনেক ঘাটতি রয়েছে এখানে। আলাদা করে জেলা ঘোষিত হওয়ায় এবার সুন্দরবনের পর্যটন শিল্প নিয়েও আলাদা করে ভাবনা হবে। নতুন কাজও হবে। সুন্দরবন জেলা ঘোষিত হওয়ায় উন্নতির আশাই করছেন সাধারণ মানুষ থেকে সরকার। তবে শুধু সুন্দরবন নয়, এবার রানাঘাট, বনগাঁ, বসিরহাটও আলাদা জেলায় বিভক্ত হল। যদিও এই সিদ্ধান্তের মতোবিরোধও রয়েছে।